ছোট বোনটি আমার অনেক আদরের, আমাদের তিন ভাইয়ের একটি বোন, অনেক আদর করে বাবা মা নাম রেখেছে আবির ।এবার সে এইস এস সি পরীহ্মা দিচ্ছে ছাত্রী অনেক ভাল । এস এস সি তে জিপি ৫ পেয়েছিল ,যে দিন ওর রেজাল্ট বেরিয়ে ছিল বাড়িতে ফোন করে জানতে পারলাম ও রেগে আছে ।
আবিরকে ফোন করে বললাম তোর আমার কাছে কি উপহার চাই, সে বলে কি প্রমিস করেন ভাইয়া কথা রাখবেন । আমি ভাবলাম কি আর চাইবে ।
আমি বললাম প্রমিস প্রমিস,
আমাকে বলেকি ভাইয়া আপনি দেশে চলে আসুন আপনাকে খুব মনে পড়ছে । প্রমিস রহ্মায় ১ সপ্তাহ বাজার করে দেশে চলে গেলাম ।বোনটি এত আদরের হয়তো তার হাসির মাঝেই ডুবে আছে আমাদের মা
বাবা সহ তিন ভাইয়ের আনন্দ বেদনা ।
পরীহ্মার আগে একদিন বললাম বাকী পড়া লেখা কোথায় করবি ও
বলেকি সবাই যখন ঢাকাগামী আমিও ঢাকায় যাব । আমি বললাম ফুফুর বাসা থেকে কারমাইকেলে, ও রাজী না ।
কিন্তু আজকের খবরটি পড়ে মনে অনেক আজে বাজে ভাবছি
Click This Link
আমাদের দেশের যেখানে সর্বোচ্য বিদ্যাপিঠ সেখানে যদি এমন
ঘটনা হয় তা হলে কোথায় যাব ! আমরা যারা নীরিহ
বোনকে পড়তে চাই চাকুরি করার জন্য নয় গর্বের জন্য, গর্বের জন্য পড়াতে গিয়ে বোনটি যদি পতিতা হয়ে ঘরে ফিরে তাহলে সমাজে দাঁড়াবো কোথায়!
গতকাল এস এস সি পরীহ্মার ফলাফল বাহির হল, ছেলে মেয়েরা অনেক আনন্দ করছে ,মা বাবাদের চোখে আনন্দের কান্না তবে কিসের জন্য ? তাদের মেয়েদের কি শিহ্মিত পতিতা বানানোর উদ্দেশ্যে !
*** মাননীয় কর্তিপহ্মের কাছে দৃষ্টি আকষণ করছি ***
যদি বোনটি আমার এমন ঘটনায় জড়িয়ে আত্নহননের পথ বেচেঁ নেয়, তাহলে কি হবে ?
কমিটি করা হবে !!
তদন্ত করা হবে !!
তাতে কি আমার বোন ফিরে পাব ?
ফিরে পাব আমাদের সন্মান ?
আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম
হয়তো আমার এই লেখায় কারো কিছুই যায় আসবে না, কিনতু আমি হারাবো আমার আদরের বোনকে, হারাবো আমার বোনের
ভালবাসাকে ।আমার মা বাবা হারাবে তার আদরের দুলালীকে ।
তখন আপনাদের কিছুই করার থাকবে না
অনেক দিন হল ব্লগে লিখিনা, কিন্তু আজ না লিখে পারলাম না আপনারা আমাকে হ্মমা করবেন ।