২০১০ শেষ হয়ে যাচ্ছে।
অনেক দিন হলো গান নিয়ে পোস্ট দেই না। ভাবলাম পুরো ২০১০ জুড়ে যে গানগুলো অসংখ্যবার শোনার পরেও এখনো পুরোনো হয় নি সেগুলো নিয়ে একটা পোস্ট দেই। তাই দিলাম।
শিরোনামহীনের বন্ধ জানালা এলবামটার মাঝে যে কি আছে কে জানে! এই এলবামের ৩ টা গান অসংখ্য বার শোনা হয়েছে। প্রতিবারই মনে হয়েছে একেবারে নতুন।
**বন্ধ জানালা
**সূর্য
**ভালোবাসা মেঘ
অদিত ফিচারিং এলিটা ও মাহাদির "অন্তহীন এলবামটা মনে হয় আরো কয়েকবছর শুনলেও খারাপ লাগবে না। মিউজিক চুরি না করেও কিভাবে চমৎকার গান করা যায় সেটা অদিত এই এলবামে দেখিয়ে দিয়েছে। এই এলবাম পুরোটাই অসাধারণ । তারপরেও কিছু গানের কথা আলাদাভাবে বললাম।
**হৃদয়
**আজ এ আকাশ
**ভোরের শিশির
**অন্তহীন
শূন্য। একেবারে নতুন একটি ব্যান্ড। অথচ কি অসাধারণ তাদের ক্রিয়েটিভিটি। আজকে শুনলাম তাদের শত আশা গানটি গ্রামীন ফোন ক্রিকেট বিশ্বকাপের থিম সং করেছে।
তাদের প্রথম এলবামের বেদনা গানটির প্রেমে পড়েছিলাম অনেক আগেই। এবার সিটিসেল চ্যানেল আই মিউজিক এওয়ার্ড পেয়েছে গানটি। গানটা শুনে না থাকলে শুনে নিন। ভালো লাগবে। নিশ্চিত।
** শত আশা
** স্মৃতির ছেড়া পাল
** বেদনা
আরফিন রুমি ফিচারিং কাজী শুভর সাদামাটা এলবামটিও ভালো ছিলো। এলবামটাতে অন্তত গানকে বিকৃত করা হয় নি। এটাই সব চেয়ে চমৎকার ব্যাপার। এই এলবামের কয়েকটি গানও শেয়ার করলাম।
** তুমি বিনে
**সোনা বউ
জাগো এলবামের অনেকগুলো গানই ভালো লেগেছে। তারমধ্যে কেনো চলে গেলে দূরে গানটি অতিরিক্ত রকম চমৎকার।

**কেনো চলে গেলে দূরে
মিলন মাহমুদ খুবই অল্প সময়ে আমার প্রিয় একজন শিল্পি হয়ে উঠেছেন। তার কয়েকটা গানও শেয়ার করলাম।
** যাক না উড়ে
** চারিদিকে কোলাহল
** শ্রাবন
এই শিরোনামে আরেকটা পোস্ট দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক।
ভালো থাকুন সবাই।
অনেকে হয়তো আমাকে পাইরেসিতে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করতে পারেন। কিন্তু এই গান গুলো বাজারে এসেছে অনেক দিন হয়ে গেছে। এখনো যারা শুনেননি তারা আবার সিডি কিনে শুনবেন এমন সম্ভবনা কম।
তাই চমৎকার গানগুলো শেয়ার করেই ফেললাম।
যারা এই পোস্ট পড়ে ক্লান্ত তারা একটু চক্কর দিয়ে আসতে পারেন>>
স্বল্পদৈর্ঘ্য ব্লগীয় সাইন্স ফিকশনঃ আজি হতে ১৫০০ বছর পর (রাজি, রাজসোহান যৌথ প্রযোজনা)


রাজনীতিবিদ যখন ব্লগার!! - ১ ** চুল ও ভ্রু-র যত্ন, লিখেছেন খালেদা জিয়া।।
স্বল্পদৈর্ঘ্য বাংলা সাইন্স ফিকশনঃ স্বরাষ্ট্রমন্ত্রী, দা হোম মিনিস্টার


সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৫৪