
ডিজিটাল বাংলাদেশের প্রণেতা মোস্তফা জব্বার আপনকে বলছি আপনাকে চিনি অনেক আগে থেকে। সেই যখন কম্পিউটারের সাথে পরিচিত হই তখন থেকেই আপনাকে চিনি। কিভাবে চিনি আপনাকে ? আমার ১ম কম্পিউটারটা নেয়া হয়েছিলো ফ্লোরা থেকে। ওরা সেই পিসিতে বিজয় ইনস্টল করে দিয়েছিলো। আর পিসি ওপেন হওয়ার সাথে সাথে আপনার ছবিটা চলে আসতো সেখানে দেখেই আপনাকে চিনি। পরে আসতে আসতে জানলাম বিজয় কি বিজয় দিয়ে কি হয় বিজয় কেন বানানো হলো। আপনার অনেক লেখা পড়েছি। আপনাকে শ্রদ্ধা করতাম কিন্তু আপনি শেই শ্রদ্ধা ধরে রাখতে পারলেন না। আপনাকে এখন অনেকের মত আমি ও ঘৃনা করি। কেন করি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আপনি ভাষা নিয়ে ব্যাবসা করছেন ঠিক আছে করেন আমার কোন সমস্যা নাই। জনকন্ঠ পত্রিকায় আপনার লেখাটা পড়লাম। আপনার অনেক বুদ্ধিমান লোক মনে করতাম কিন্তু আপনার কাজ কর্ম দেখে মনে হয় আপনার বুদ্ধি মাথায় না আপনার বুদ্ধি হাটুতে। আপনার লেখা একটা লাইন
আমি বিশেষ করে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করব_তার যেন তাদের দক্ষতার প্রমাণ রাখেন এবং তাদের অনুরোধ করব, তারা যেন মুক্ত সফটওয়্যারের নামে এমন কোন সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট তৈরি না করেন যাতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা যায় না।
আপনার এই কথায় যেটা বুঝলাম মুক্ত সফটওয়্যার ব্যাবহার করা যাবে না করলেই পিসিতে ভাইরাস ঢুকবে না হয় পিসি হ্যাক হবে। আপনি ডিজিটাল বাংলাদেশের প্রণেতা আপনার কথাতো শুনতেই হয়। মজিলা, লিনাক্স আরো যেসব মুক্ত সফটওয়্যার আছে সব ব্যাবহার বন্ধ করে দিতে হবে। আপনার মত লোক এমন কথা বলছে আমার মত চুনোপুঠিরতো এই সব ব্যাবহার বন্ধ করাই উচিত। হাজার হোক আপনি ডিজিটাল বাংলাদেশের প্রণেতা। অভ্র ব্যাবহার করে বাংলাদেশ সরকার যেই সব সাইট বানিয়েছে তা একের পর এক হ্যাকি হচ্ছে। বিজয় ব্যাবহার করলে হ্যাক হবে না আপনি কি সেই গেরান্টি দিতে পারবেন ? হাস্যকর কথা বলে নিজেকে জোকার না বানালেই কি নয় ? আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে এত এত লেখা লিখেছেন আমার না লিখলেও চলতো তারপরেও নিজের মনকে সান্তনা দেয়ার জন্যই আমার আজকের এই লেখা। প্রথম যখন দেশের বাইরে আসি আপনার বিজয়ের সিডিটা আনার কথা মনে ছিলোনা তখন এই অভ্র দিয়েই আমার বাংলা লেখার শুরু। আমার জানা মতে আমাদের এই খানের ৯৯% কম্পিউটারেই অভ্র ব্যাবহার হয়। এছাড়া আর কোন পথও নেই অভ্র যখন আছে কার ঠেকা পরছে বিজয় কষ্ট করে দেশ থেকে নিয়ে আসার।
আপনার লেখার জবাব মেহ্দী হাসান খান ভাই খুব সুন্দর করে লিখে দিয়েছেন । লেখাটা সময় নিয়ে পড়বেন আশা করি। সুধু মেহ্দী হাসান খান ভাইয়ের লেখানা আরো অনেক অনেক লেখা এসেছে এই কয় দিনে। সব কয়টা লেখাই আপনি পড়বেন। আপনিতো গুগলে সার্চ করা যানেন। লিখা খুজে পেতে গুগলের সাহায্য ও নিতে পারেন। যদি পারেন অভ্রর থেকে ও ভালো কিছু আমাদের উপহার দেন। যেই জিনিষ টাকা দিয়ে কিনলেও মনে হবে, না টাকা দিয়ে একটা ভালো জিনিষ কিনলাম টাকা টা জলে যায়নি।
ছবিঃ নাফিস ইফতেখারের ব্লগ থেকে নেয়া।