সামুতে বেশ কিছুদিন ধরেই দেখছি এক একজন করে ব্লগার কে টার্গেট করে সত্য মিথ্যা মিশিয়ে এমন ভাবে বিষাদগার করা হয় যে সম্মান থাকতে এখান থেকে চলে যাওয়া ই ভালো মনে করেন তারা। যেমনটা দেখেছি, শিপু ভাইকে নিয়ে, বিপ্লব কান্তি, সজল শর্মা এদেরকে নিয়ে। আমি তাদের মত ভালো লেখক না। রাজনীতি যতটুকু বুঝি লিখতে ভয় করে পুলিশের, গল্প কবিতার ভাব আসেনা। তাই নিজের ধর্ম টুকু নিয়ে যতটুকু সম্ভব লেখার চেষ্টা করি। এক পর্যায়ে ভাবলাম ফ্রি তে সাইট তৈরী করে সেখানে ও রাখি লেখাগুলো। সত্য বলতে কি অনেকে ই অনুপ্রেরণা দিয়েছেন। কিন্তু টাকার কারণে নিজস্ব ডোমেইন নিতে পারিনি। এক সময় প্রবাসী একজন বললো উনার হোস্টিং এর বিজনেস আছে তো চাইলে তোমরা এখান থেকে হোস্টিং নিয়ে সাইট করতে পারো। (কোন শর্ত ছাড়া) যাই হোক সাইট করলাম হিন্দু ধর্ম নিয়ে, সনাতন.কম । হিন্দু ধর্মের অনেক নিগুড় তথ্য অনেক লেখক তুলে ধরছিলেন, আমি সেখান থেকে সেরা ও শেয়ার যোগ্য কিছু লেখা সামুতে শেয়ার করি, যেখানে শুধুমাত্র হিন্দু ধর্মের সমৃদ্ধির কথা ছিলো , কিন্তু হিন্দু ধর্মের কথা বলাতে আমি হয়ে গেলাম সাম্প্রদায়িক।
হঠাত করে একদিন রাজদরবার সাহেব এর ইসকন নিয়ে পোষ্টে হিন্দু ধর্মের সাথে সাথে আমাদের সাইট ও আমাকে নিয়ে উল্টা পাল্টা লেখা শুরু হলো। সাইটের ইনকামিং লিঙ্ক দেখে পোষ্ট পড়ে হতবাক। কিন্তু কোন উত্তর করিনি, আবার ও তেমনি পোষ্ট হলো। তার পরে নিজের অবস্থান ক্লিয়ার করে পোষ্ট দেওয়ার পরেও বিভিন্ন রকম কথা শুনতে হলো। এমনকি পুলিশের ভয় ও দেখানো হলো।
আমাদের সাইটে রেজি; ছাড়া কমেন্টের ব্যাবস্থা ছিলো, প্রতিদিন বিভিন্ন রকম হুমকি ধামকি শুনতে হয়েছে ব্লগার রাজদরবার (বিস্কুট/কৃপাণপাণি) ও তাদের দলের থেকে। তারপরেও তাদেরকে নিয়ে পোষ্টে জিজ্ঞাসা করলাম তারা ঠিক কি চাচ্ছে?
সেখানে ব্লগার সাহেব আমাকে নিন্মের কমেন্ট করলেন।

পরবর্তীতে সাইটে কমেন্ট মডারেশন করা হলো, কোন প্রকার ধর্মীয় কটুক্তি যেন না করা হয় এজন্য নীতিমালা করা হলো। সাইটের লেখা লেখকের নিজ দায়িত্ব হিসেবে প্রতি পোষ্টে দেখানো ও হচ্ছে তবু তারা সব কিছুতে আমাকে জড়িয়ে ধরছে। তাদের এই ঘৃণ্য আস্ফালন থামছেনা। তাদের সম্পূর্ণ টার্গেট আমি ও সাইট সনাতন।
তাদের উদ্দেশ্যে বলছি সাইটের থেকে কোন ইনকাম হচ্ছেনা যে সারাদিন সাইট নিয়ে বসে থাকবো, তাই সাইটে ৫ জন কে এডমিন করা হয়েছে, এখন কেউ যদি কোন কমেন্ট কে ছাড় করে সেটা যদি আমি না হই তবুও কি আমার দোষ???
সারাদিন অফিস শেষে রাতে ১০ টার সময় বাড়িতে এসে দ্বিধায় থাকি আজকে আবার কোন ব্লগে আমাকে নিয়ে লিখছে। তাই আমি নিজেই সরে যাচ্ছি।
একটা হিন্দু ধর্মের ব্লগে কি রাজনীতি নিয়ে কথা থাকবে?? সেখানে হিন্দুদের বিরুদ্ধে যারা অত্যাচার করে তাদের নিয়ে কথা হলে অনেকে সহ্য করতে পারেনা। যেখানে মিডিয়াগুলো সব সময় এমন খবর প্রকাশ করেনা সেগুলো বিভিন্ন মিডিয়া থেকে এখানে তুলে ধরলে সেটা কি সাম্প্রদায়িকতা?? বিচার চাওয়া সাম্প্রদায়িকতা???
অথচ যিনি আমাকে এমন আখ্যা দিচ্ছেন বিভিন্ন ব্লগে, তার সকল পোষ্টগুলো একটু দেখুন কেউ তিনি যে সবসময় হিন্দুদের বিরুদ্ধে লিখছেন সেটা কিছুনা। আমার পরিচয় হিসেবে দিচ্ছেন মহান ধার্ষনিক, সাম্প্রদায়িক, শিবসেনা, মালাউন, আর আমাদের সাইটের পরিচয় দেয় সোনাতন এগুলো ভাতৃপ্রেম???
অথচ আমি সামুতে বা সনাতনে কোনসময় ইসলামকে হেয় করে কিছু লিখছিনা। তবু আমার দোষ কারন হিন্দু ধর্মকে ধারণ করে সাইট করছি, সেটা অনেকের কাছে জনপ্রিয় হচ্ছে, হিন্দুরা সচেতন হচ্ছে।
সামুতে আমার বিরুদ্ধে পোষ্ট আসার পরে একটা পোষ্ট দেওয়ার পরে যখন একজন আমাকে সাম্প্রদায়িক ( জানিনা তাদের লোক কিনা কারণ প্রথমদিকে কমেন্টার রা সাপোর্ট করলো) বললো, তখন ভাবলাম ধর্মের কথা যদি শেয়ার করা খারাপ হয় তবে করলাম না। এতে সামুর ও বিন্দুমাত্র লস্ নাই আমার ও নাই। এতকিছুর পরেও তারা শান্তি পাচ্ছেনা। ঠিক আছে আমি সরেই যাচ্ছি।
সামুর মডারেটর মহোদয় প্লিজ আমার সকল লেখা ও নিক সহ ডিলেট করেন। এবং ধীরে ধীরে উনারা উনাদের মনোভাবের শান্তির ব্লগ তৈরী করুন। যেখানে ভিন্নমতের কেউ থাকবেনা।
আর আমি কালকের মাঝেই সনাতন এ পোষ্ট দিয়ে সরে দাড়াবো। এর পর থেকে প্লিজ সনাতন বা সামুতে কোন বিষয়ে আমাকে টেনে আনবেন না।
সুধী ব্যাক্তিদের একবার অনুরোধ করবো, সনাতন এ একবার দেখুন সত্যিকার অর্থে সেখানে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে কিনা।
বি:দ্র: আমি সনাতনে এডমিন ও পদ্মফুল নামে ছিলাম, এই দুইটি নিকের যে কোন লেখার দায় আমার, কিন্তু অন্য কোন লেখার দায় আমার নয়, এ ব্যাপারে বিশিষ্ট ব্লগার সাহেব একটু ক্লিয়ার থাকবেন আশা করি। আর আপনি এমন করে আমাকে ছোট করছেন ভালো কথা, কিন্তু আপনার ধর্মকে কি উপরে তুলছেন নাকি ডোবাচ্ছেন, আমার তো মনে হয় আমি ইসলাম ধর্মের নীতি সম্বন্ধে যতটুকু সম্মান রাখি আপনি তার সামনে দিয়ে ও যান না। আপনার আরো কমেন্ট তুলে দিতে পারতাম, বা সবুজবাংলায়, আমার বর্ণমালা সহ বিভিন্ন জায়গার রেফারেন্স দিতে পারতাম কিন্তু বিদায়বেলা আর ক্যাচাল নাই করলাম, সুখে থাকুন সবাই।
সামুর প্রিয় ব্লগার দের খুব মিস্ করবো।