গত দুইদিনে দেখলাম রাজদরবার নামের একজন ব্লগার আমাকে ও অন্য একজন ব্লগারকে সরাসরি সাম্প্রদায়িক বলে ফতোয়া দিচ্ছে। কারণ হচ্ছে ব্লগে আমার ধর্ম, হিন্দু ধর্ম নিয়ে লেখালেখি করি, এই বিষয়ে সাইট পরিচালনা করি, সেখানে সাম্প্রদায়িকতার বীজ থাকে। যদিও প্রথমে তেমন পাত্তা দেইনি কিন্তু পরে মনে হচ্ছে এভাবে দশে মিলে সাদা কেও কালো বানিয়ে ফেলবে। তাই এ ব্যাপারে কিছু বলার জন্য এই লেখা লিখছি।
প্রথমত রাজদরবার ভাইসাহেব এর সাথে পরিচয় তো দূরের কথা কোন পোষ্টে কমেন্টে ও আলোচনা হয়েছে বলে মনে পরে না, উনার অন্য কোন নিক (যদি থাকে) এ হয়েছে কিনা জানিনা, উনার সেই পোষ্টে আমি কমেন্ট ও করিনাই হঠাত ঢুকে দেখি আমাকে সরাসরি আক্রমন করে বসেছেন। লগ অফ থাকায় মন্তব্য করা হয়নি কিন্তু পরে দেখলাম উনার মতালম্বী আরো কয়েকজন স্বপ্রণোদিত হয়ে হিন্দু ধর্ম বিষয়ক সকল সাইটকেই সাম্প্রদায়িক হিসেবে আখ্যা দিচ্ছে । এটা আপনাদের কোন প্রকারের মানসিকতা??
আপনার পোষ্ট ছিলো ইস্কন এর গোমুত্র আর গোবর নিয়ে, সেই বিষয় নিয়ে আপনি লিখেন সেখানে তো আপত্তি নাই, কিন্তু ইস্কনের সাথে হিন্দুদের টান দিলেন, আপনি কি জানেন যে হিন্দু ধর্মের অনেক অনেক মত ও পথের মাঝে ইস্কন একটা মতালম্বী দল মাত্র। এটা সম্পূর্ণ হিন্দু ধর্মকে প্রকাশ করেনা। হিন্দু হলেই ইস্কনের হবে এটা আপনি কিভাবে বুঝলেন? তারা গোমুত্র কে গোমুত্র ই বলছে, আমার মন চায়না আমি ব্যাবহার করবোনা কেউ তো জোর করছেনা । আমার নিজের এ ব্যাপারে মত হচ্ছে সাইন্টিফিক রেজাল্ট কি জানিনা, কিন্তু গোমুত্র শুনলেই অভক্তি আসে তা খেতে বা মাথায় দিতে আমি পারবোনা।
অপরদিকে বেশ কিছু ঘটনাতে কিন্তু হিন্দু দের গরুর মাংশ না জানিয়ে খাওয়ানো হয়েছে। http://www.shonaton.com/archives/1160 বেশ কয়েকবছর আগে এ্যারোমেটিক শাবানে গরুর চর্বি কিন্তু কোথাও প্রকাশ না করেই ব্যবহার করা হয়েছিল। যাই হোক আর ইস্কনের মন্দিরে গরুর চনা দিয়ে রান্না হয়, মিষ্টিতে গরুর চনা দেয়া হয় আপনার এমন কথার কোন ভিত্তি আমি খুজে পাইনি, আমার বাড়ির পাশে মিষ্টি বানানো হতো কখনও এমনটা দেখিনি, আপনার কথার কোন রেফারেন্স দিতে পারবেন কি ?
হিন্দুরা সবাই আওয়ামিলীগ !!!! এই কথা আপনাকে কে বলেছে?? আমার সকল লেখা সার্চ কইরেন তো, দেইখেন আমি কোন দল করি। রাজনীতি নিয়ে আমার দুই একটা পোষ্ট আছে। হিন্দু গো জন্য কোন সরকার ই কিছু করেনি, লীগ তেল দিয়ে দিয়ে মেরেছে আর বি এন পি তেল ছাড়া ই মেরেছে। আর জামাত এর কথা না হয় বাদ ই দিলাম। তারা সব ভাবেই মারতে জানে।
হিন্দু মানেই ভাদা, তারা এই দেশ কে নিজের দেশ মনে করে না !!!
আপনার এই প্রশ্নের জবাবের আগে এমন চিন্তাধারার মানুষদের উদ্দশ্যে একটা প্রশ্ন, আপনারা কি হিন্দুদের এদেশের নাগরিক মনে করেন ?? কথায় কথায় তাদের উপর অত্যাচার নেমে আসে, প্রতি সপ্তাহে তাদের মন্দিরে ভাঙচুর করা হয়। তাদের সম্পত্তি দখল করা হচ্ছে, স্বাধীন দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে, সংবিধানে বিস্মিল্লাহির দিয়ে শুরু করা হয়েছে সামনে হয়তো বা আল্লাহর আইন আসতে চলছে।
যেখানে একজন তার নিজের ও পরিবার তথা ধর্মের নিরাপত্তা পাবেনা সেখানে তার নিরাপত্তার কথা ভেবে সাধ্য অনুযায়ী দেশে যেতে চাওয়া কি খুবই অস্বাভাবিক। কই ভাই দ্বীনের নবী মুহাম্মদ (সা

তবে এ ব্যাপারে আমার ব্যক্তিগত মত হলো আমি ভারত রে ....ি না । ভারত স্বাধিনতার পরে এমন কিছু করেনাই যে তারে সালাম দিয়ে আমাদের চলতে হবে। ওপেন চ্যালেঞ্জ রইলো, অযৌক্তিক কারণে যদি কেউ কখনও আমার ভারত প্রেম দেখাতে পারে তবে ব্লগিং ছেড়ে দিবো। দেখেন এই দেশটা স্বাধিন করার সময় কিন্তু হিন্দু মুসলিম আলাদা হয়ে করেনি, মূলত যুদ্ধের খড়গ হিন্দুদের উপর অপেক্ষাকৃত বেশী পরেছে। তাই এই দেশকে সবাই ভালবাসে ( শুধু কিছু পাকি সন্তান ছাড়া)
এবার সাইট প্রসঙ্গ আসি
আমাদের সাইট সনাতন , একটা মুক্ত সাইট, যেটার মুল উদ্দেশ্য হচ্ছে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু ধর্ম মতালম্বীদের সচেতন করা, নিজ ধর্মের উৎকর্ষতা তাদের কাছে তুলে ধরা। আমাদের উপর কোন অত্যাচার হলে তা সবাইকে জানানো। এটার জন্য আমরা হই সাম্প্রদায়িক। ঠিক এক ই কাজের জন্য আপনার একটা সাইট করলে সেটা হতো মহৎ উদ্যোগ। আপনাদের কি আমাদের সাইটের প্রচারে বা কন্টেন্টে এলার্জি নাকি হিন্দু শব্দটির উপরে এলার্জি। দেশে হিন্দু ধর্ম নিয়ে কয়টা সাইট আছে আর ইসলাম নিয়ে কয়টা সাইট আছে?? সেখানে সরাসরি কাফিরদের কি করতে হবে তার ফতোয়া দিয়ে দেওয়া হয়, কিভাবে দ্বীনের দাওয়াত দিতে হবে বলে দেয়া হয়, অথচ কোনদিন একজন মুসলমানকে হিন্দু হওয়ার কথা বলা হয়েছে শুনছেন ?
আমাদের সাইট মুক্ত সাইট, সেখানে রেজিস্ট্রেশন উন্মুক্ত, রেজি: ছাড়া ই কমেন্ট করা যায়, ফেসবুক থেকে কমেন্ট করলে সাইটে এড হয়ে যায়, যদি কোন পোষ্টে আপত্তি থাকে তবে সেখানে আসুন ভুল ধরিয়ে দিন, সানন্দে মেনে নিব। এমন কোন পণ করিনি আমরা যা করি তাই ঠিক, আমরা সত্য টা জানতে ও জানাতে কাজ করছি,। সত্য জানতে ভয় পাইনা। আপনি ও আপনারা ও প্রকাশ করুন। মডারেশন এর ব্যাবস্থা থাকাতেও তা করা হয়না সাধারণত । যেটা অনেক পোষ্টেই দেখতে পারবেন, অনেক মুসলিম কমেন্ট করছে, তাদের সাথে ব্যাবহার দেইখেন।
আর হ্যা একটা ব্যাপার হচ্ছে একটা ব্লগিং সাইটে সবার নিজস্ব চিন্তাভাবনা লিখে থাকে । তাই কেউ যদি কোন আক্রমনাত্বক কথা বলে সেটা কি সাইটের দোষ, (যদিও লেখকদের আক্রমনাত্বক কিছু বলতে নিষেধ করা আছে ) তাহলে তো বলতে হবে সামু ব্লগ সব চেয়ে বড় সাম্প্রদায়িক সাইট। এখানে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়।
আর কি বলবো। যদি আরো কোন কিছু জানার থাকে তবে কমেন্টে লিখুন। উত্তর দেওয়ার চেষ্টা করবো।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:০৩