অবশেষে অভিধান খুলতেই হল।আমার সামনে এখন সংসদ বাঙ্গালা অভিধান রয়েছে।
অভিধান অনুসারে সব্বাই শব্দটি সঠিক। এটি সবাই শব্দটির কথ্য আকার। কথ্য ভাষা ব্যবহার করা যাবে না এমনটি কোথাও বলা হয়নি। বরং ক্ষেত্র বিশেষে কথ্য আকারই আন্তরিকতা প্রকাশ করে।
যাঁরা, তাঁদের-সম্মান অর্থে ব্যবহার করা যায়, যা কোনক্রমেই ভুল নয়।
উদ্যাপিত শব্দটি অভিধান অনুসারে সঠিক।
মঙ্গলকামনা অভিধানে একসাথেই তো পেলাম ।সুতরাং অভিধান অনুসারে সঠিক।
শুধু পৃথিবীজুড়েই শব্দটি একসাথে পাইনি।
তবে বাংলাদেশের কৃতি সন্তান আমি এর জন্য একটি খারাপ খবর আছে। কৃতি সন্তান ভুলভাবে ব্যবহার করা হয়েছে।কৃতি শব্দটি বিশেষ্য, যা সন্তানের আগে বসবে না। বানান হবে কৃতী যা বিশেষণ, সন্তানের আগে বসবে।
অর্থাৎ কৃতি সন্তান ভুল কিন্তু কৃতী সন্তান সঠিক।
বাংলাদেশের কৃতি সন্তান আমি এর ব্যবহার আসলেই বাজে। কেউ ভুল করলেও তাকে ধিক্কার দিয়ে অন্য ব্লগে যান ,ওক্কে? বলা ভাল ব্যবহারের মধ্যে পড়ে না।আর নিজে ভুল করে অন্যকে দালাল বলা ঠিক কি ধরণের ব্যবহার তা বিচারের ভার অন্য ব্লগারদের হাতেই ছেড়ে দিলাম।
আমি তো শুধু পৃথিবীজুড়েই শব্দটি ছাড়া অন্য কোন ভুল ষ্টিকি পোষ্টটাতে পেলাম না।এটিও অসাবধানতা বলে ক্ষমা করা যায়। বাংলাদেশের কৃতি সন্তান তো ব্যাপারটা নিয়ে হৈ চৈ শুরু করেছেন । অন্যের ভুল ধরার আগে নিজেকে ঠিক করুন।
আমি প্রতিটি শব্দ সময় নিয়ে অভিধান থেকে খুঁজে বের করেছি।সাহস থাকলে চ্যালেন্জ করুন। কৃতি সন্তান আপনাকে ধিক্কারও দিচ্ছি না, দালালও বলছি না। একেবারে বোধ শক্তিহীন না হলে আপনার লজ্জিত হওয়ায় যথেষ্ট।
(নোটিশ বোর্ড কেন আবার সংশোধন করতে গেল বুঝলাম না।বাসায় অভিধান আছে তো ? )
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৭