পেশাজীবনে বড়ই কঠিন জিনিষ কথাটা এখন হাড়ে হাড়ে টের পাইতেছি ,
শত ব্যস্ততায় শুধু ছুটির দিনে একটু দম নেওয়ার ফুসরত হয় তাই কোন কিছু না ভেবেই বই মেলা ছুট দিলাম...আর সেই সাথে সেখানে পেয়ে গেলাম কিছু ব্লগার ভাইদেরও

শুরু হলো প্রানোবন্তো সে আড্ডা, গিয়ে পরিচয় পর্ব শেষে জানতে পারি রেজওয়ান মাহবুব তানিম ভাইয়ের বই প্রকাশ হলো "মৌনমুখর বেলায়"...তারপর ব্লগাররা হাটিহাটি পা-পা বইমেলা পেরিয়ে ছবির হাটের দিকে এগোতে থাকি আর সেই সাথে আড্ডার ফাঁকে ফাঁকে না বিষয়ে গল্পবাজি চলতে থাকে...
গল্পের মাঝে সবাই নিজেস্ব মতামত তুলে ধরেন ব্লগ সম্পর্কে, নোমান নমি ভাইয়ের ছোট্ট হাসিতে অনেক কিছুই বুঝার আছে,পুরোটা না বুঝতে পারলেও কিছু অন্তত বুঝলাম...আর এদিকে প্রানোবন্ত সদা হাস্যজ্বল অপরিনীতাআপুর অমায়িক ব্যবহারে সবাই মুগ্ধ ছিলাম আর সাথে আরো ছিলেন আরেক ব্লগার আমাদের লাজুক হানীআপু....
নিশাচর ভবঘুরে ভাইয়ের পর্যবেক্ষন ক্ষমতার অসাধারন,সেই সাথে ফ্রাঙ্কেস্টাইনেরছোট ছোট দুষ্টুমিগুলো আড্ডাকে অন্য এক মাত্রা দিয়েছে বলতেই হবে...এদিকে আরও এক নতুন ব্লগার ভাইয়ের সাথে পরিচয় হলো যার নাম আমার মন


আবার আমার নিজের মন ভাববেন না কইলাম

এদিকে ধূসরধ্রুব
ভাইয়ের সাথে সিনেমা বিষয়ক বেশ ভালো একটা আড্ডাবাজিও হলো আর একজনের কথা তো কইলামই না,লাজুক হাসির অধিকারী যাকে কিনা প্রথমে চিনতে একটু কষ্ট হইছে সেই আশরাফুল ইসলাম দূর্জয় ভাইও পুরোটা সময় ছিলেন আমাদের সাথে ....পরে আমরা ছবির হাট হয়ে আবার বইমেলায় প্রবেশ করি আবার সেখানে কিছুক্ষন আড্ডাবাজি চলে

এইবার আসেন কিছু ছবি দেখি


এটি ছিলো ....তানিম, ভাইয়ের "নির্ঝরের স্বপ্নভঙ্গ" আবৃত্তি পর্ব
পরিশেষে ছবির হাটের দিকে যাত্রা....