মাজহাব অর্থ ধর্ম। দ্বীন অর্থও ধর্ম।
(মিসবাহুল লুগাত, থানবী লাইব্রেরী-২৬২ পৃষ্ঠা ও আল মু'জামুল ওয়াফী, রিয়াদ প্রকাশনী, ৭৫৩ পৃষ্ঠা, আল মুনজিদ অভিধান গ্রন্থ ৩৪৬ পৃ, ফিরোজুল লুগাত ৬৭৩ পৃ ও ১২২৩ পৃ)
সুতরাং মুসলিমদের দ্বীনের নাম যদি ইসলাম হয়। তবে মাজহাবের নাম কেন ইসলাম হবে না?
অবশ্যই মুসলিমদের মাজহাব একটাই। সেটা হলো ইসলাম।
১) আপনারা মাজহাবীরা কেন আপনাদের মাজহাবের নাম হানাফী বলেন? কেন ইসলাম বলেন না?
২) আল্লাহর নিকট গ্রহণ যোগ্য দ্বীন বা মাজহাব একমাত্র ইসলাম (সূরা আলে ইমরান-১৯)। আল্লাহর আদেশ অমান্য করা হারাম। তাই মাজহাবের নাম ইসলাম বাদ দিয়ে হানাফী, শাফী, মালেকী, হাম্বলী, আহলে হাদিস ইত্যাদি নামকরণ করে আপনারা মাজহাবীরা কি হারাম কাজ করেন নি?
(যৌক্তিক উত্তর ছাড়া আজাইরা প্যাচাল ডিলেট করা হবে।)