* আমার কোন গার্লফ্রেন্ড নাই
* এটা নিতান্তই নিষ্পাপ মনে উদ্রেক হওয়া কৌতূহল প্রসূত প্রশ্ন
অতএব কেহ অনুগ্রহ পূর্বক আমার দিকে ঢিল ছুড়িবার প্রয়াস না দেখালে খুশি হব। ইহা নিতান্ত কৌতূহল মিটাইবার জন্য আপনাদের দিকে ছুড়ে দেয়া জরিপ ধরনের প্রশ্ন।
# অবিবাহিত কোন ব্যক্তি তার গার্লফ্রেন্ডের সাথে উর্বরতা কালে (Fertility Period) অন্তরঙ্গ সময় কাটাবার পরে বুঝতে পারল যে এহেন কর্মকাণ্ডের হেতু তার বান্ধবীর অন্তসত্ত্বা হয়ে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু তার দশ থেকে কুড়ি দিন পর সে জানতে পারল যে তার বান্ধবী অন্তসত্ত্বা হয়নি। এমতবস্থায় সেই ব্যক্তির, ১। তার বান্ধবী অন্তসত্ত্বা হয়নি এটা ভেবে খুশি হওয়া উচিৎ, নাকি ২। তার বান্ধবী কেন অন্তসত্ত্বা হয়নি সেটা ভেবে দুশ্চিন্তা করা উচিৎ???
# অন্তত দুই তিন জন মানুষের সামনে কারো পরিহিত লুঙ্গিতে যদি আগুন ধরে যায় তাহলে তার কি করা উচিৎ??? ১। লুঙ্গির আগুন নেভানোর চেষ্টা করা উচিৎ, নাকি ২। লুঙ্গি খুলে ফেলা উচিৎ??
আসলে এই দুই ক্ষেত্রে আপনি হইলে কি করতেন??



১. ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬ ০