কিছু কিছু স্বপ্ন আছে বারবার দেখতে ইচ্ছে করে
বাড়ি থেকে চলে আসার সময়ে মায়ের করুণ দৃষ্টি
বা তাঁর কোন রান্না খেয়ে অহেতুক পাগলামি, বোনের
সাথে দুরন্ত মারপিট তারপর চকলেট দিয়ে হাসি আনা
সেই জ্বলজ্বলে মুখ, বন্ধুদের চটুল কথার তোড়ে
ভেসে যাওয়া ক্লাউন এক -খুব পুরাতন
তবু স্বপ্নে বারবার কেন আসে না,
সেটাই জানতে চাই।
কিছু কিছু স্বপ্নের আবার রোগ আছে নানাবিধ
যৌনতা কেন্দ্রিক। ছড়িয়ে দিয়ে ডালপালা বহুখানে
দিব্যি বেঁচে থাকে ওরা স্রেফ ধর্ষণ বা মজা করার
জন্যে। দেখতে যে চাই না তা নয়, পুষতে যে চাই
না- এটাও নয়, বরং প্রশ্রয় পেয়ে পেয়ে
হতভাগারা চট করে বাইরে বেরুতে চায় পাখির মতন।
রাতের স্বপ্ন গুলো হলে বাস্তব মানুষের খাঁচায় মোড়া
এই রক্ত মাংস দেব উপহার, জানতাম না স্বপ্নেরা
কিছু খায় না, কিছুটা যোগীর মত চরাচরে ব্যাপৃত
থাকে চিরকাল।
সাধ্য কার ইচ্ছে মত আনে সেই পবিত্র যোগী
বা কাম মুখর বিহঙ্গী?