ইউটিউব ভিডিও ডাউনলোড করা নিয়ে সবাই কমবেশি ঝামেলায় পড়েন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
প্রথমেই http://www.YouTube.com এ প্রবেশ করুন।
তারপর আপনার পছন্দের ভিডিও প্লে করুন।
এখন এড্রেসবারে আপনার কার্সর নিয়ে যান এবং www. লেখাটি বাদ দিয়ে ঔখানে 10 লিখে দেন। এখন url টা হবে অনেকটা এমন10youtube.com/watch?v....
তারপর কিবোর্ডে ENTER button চাপুন। ব্যস আপনার কাজ প্রায় শেষ।
এখন নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মাঝামাঝি অবস্থানে Download নামে একটা নীল বাটন দেখতে পাবেন।
এই Download বাটনে ক্লিক করলে আপনাকে ভিডিও ডাউনলোড করার কয়েকটা অপশন সাজেস্ট করবে।
আপনি আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন।
দেখুন ভিডিওটা ডাউনলোড হতে শুরু করেছে।
কিছুক্ষণ অপেক্ষা করুন আর ডাউনলোড শেষ হলে উপভোগ করুন আপনার ইউটিউব ভিডিও।