ফটোসপ ও গিম্প সফটওয়্যার দুটি অনেকেরই প্রিয়, যা আমরা ছবি এডিটিং,ছবিতে ইফেক্ট দিতে ও বিভিন্ন রকম ব্যনার তৈরী ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করে থাকি। আমার মতে হয়তো অনেকেই জানেন না ফটোসপ ও গিম্প সফটওয়্যার দিয়ে যে কি ধরনের আজব আজব কাজ করা যায়, যারা ফটোসপ ও গিম্প শিখতে ইচ্ছুক তাদের জন্য আজ নিয়ে এলাম কয়েকটি কয়েটি সাইটের ঠিকানা যেখানে পাবেন অসংখ্য টিউটেরিয়াল। যা দেখে দেখে আপনিও পারবেন কাজ করতে।আর এখন থেকে আপনি টিউটেরিয়াল নিতে পারবেন কোন রকম রেজিষ্টেশনের ঝামেলা ছাড়াই।
১. VunkySearch এটি ফটোসপের জন্য, এই সাইটে রয়েছে ৫৬২ টি টিউটেরিয়াল।
২. Gimp.Vunkysearch এটি গিম্পের জন্য, এখানে রয়েছে ৮৪টি টিউটেরিয়াল।
৩. Adobe Photoshop Tutorials এখানে পাবেন অসংখ্য ফটোসপ টিউটেরিয়াল।
৪. Got My Idea এটি একটি ভিডিও টিউটেরিয়াল সাইট, এখানে রয়েছে সব ধরনের ভিডিউ টিউটেরিয়াল।
৫. রাসেল আহমেদের বাংলা ব্লগ এখানে রয়েছে ফটোসপ সহ অন্যান্য অনেক বাংলা টিউটেরিয়াল।
---------------------------------------------------------------------------
একখান কতা :

হাতে টাইম থাকলে ঘুরে আসতে পারেন আমার ছোট্ট ঘর থেকে।