ও মানুষ! জীবনটার দিকে একবার তাকাও
গড় আয়ু কত তোমার?
ধরে নেই ষাট বছর
নাকি আরও বেশিদিন বাঁচতে চাও?
এবার ষাট বছরে কি করলাম একটু দেখি!
দিনে আট ঘণ্টা হিসেবে বিশ বছর কিন্তু ঘুমিয়েছি
জীবন শুরুতে প্রথম পাঁচটি বছর কর্মহীন কোলে কোলে
পাঁচ থেকে পঁচিশ দৈনিক আট ঘণ্টা ধরি ছাত্রজীবনে
ছাব্বিশ থেকে ষাট, এই পঁয়ত্রিশটি বছর জীবন সংগ্রামে
অন্তত সরকারী হিসেবে হলেও তো আট ঘণ্টা কাজ
সপ্তাহে পাঁচ দিনই ধরি! আরও গেলো বছর সাড়ে আট
আজকাল রাস্তার যা অবস্থা! বের হলেই ট্রাফিকে বসে থাকা
ঘণ্টা দুই তো নষ্ট হয়েই যায়! কম করে বললাম, তাই না?
জীবন থেকে চলে গেলো আরও বছর পাঁচ
দৈনন্দিন খাওয়া বাথরুম স্নান, অন্তত ঘণ্টা দুই
জীবনের হিসেব থেকে আরও পাঁচটি বছর
সংসারে সময় দেবে না? বাবা-মা, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন
দৈনিক ঘণ্টা দুই তো চলেই যায়, আরও পাঁচ বছর
বছরে কয়দিন ছুটি কাটিয়েছ! ঘুরে বেরিয়েছ! হিসেব রাখ?
কমপক্ষে বছরে তো পনেরো দিন করে, অন্তত পঞ্চাশ বছর ধরে
বছর দুই চলে গেছে ছুটিতেই
নিজের জন্য একটু সময় দেবে না? প্রতিদিন না হয় আধা ঘণ্টা ধরে
চোখ বন্ধ করে, একটু নিজেকে যাচা, নিজেকে দেখা! মনের আয়নায়
ধরলাম জীবনের শেষ চল্লিশে এসে, তাতেও তো জীবনের একটি বছর;
এছাড়াও কি অলস সময় পাড় কর নি? কিছু না করে একদম অলস
পনর মিনিটই হিসেব করি! তবুও তো অর্ধেক বছর!
মিললো ষাট?
ওহে মানব! জীবনের ষাট তো শেষ করে দিলে!
এবার একবার পেছন ফিরে তাকাও তো!
ওনাকে দৈনিক কতটুকু সময় মনে করেছ?
ঐ যে মহান আল্লাহ্ তায়ালা! যিনি তোমাকে পাঠিয়েছেন পৃথিবীতে,
দৈনিক পাঁচ ওয়াক্ত হিসেবে আয়ুষ্কালে বছর দুই তো অবশ্যই দেওয়ার কথা ছিলো
দিয়েছে কি? ও তুমি নিজেই জানো, কতটুকু সময় দিয়েছ কাকে;
কাউকে উত্তর দেওয়ার দরকার নেই, একটু নিজেকে নিজে যাচি!
আর তো মাত্র অল্প কটি দিন! ওপারে গিয়ে উত্তর দেব কি?
২৬ এপ্রিল, ২০২১
#কবিতা
জীবনের হিসেব
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।