এইতো বেশ ভালই আছি।
আমার মতো এমন সুখে কে আছে আর?
ইচ্ছে মতো হারিয়ে যাওয়া,
দুপুর রোদে,মানুষ ভীড়ে তোকে খোঁজা।
রাত দুপুরে বাড়িতে ফেরা,ইচ্ছে হলে না ফেরা
উপোস পেটে খোলা মাঠে জ্যোৎস্না দেখা
চোখের কোনে জল নিয়ে ঘুমিয়ে থাকা,
এই শহরে এমন সুখে কে থাকে আর?
আমার মতো এমন সুখে কে আছে আর?
ছবি:গুগল মামা