যেখানে ঈশ্বর নেই!
জীবন নেই,নেই মৃত্যুর যন্ত্রনা।
ভালোবাসার বেড়াজাল নেই,
ছলচাতুরি নেই,
অভিমান নেই,নেই কষ্টের উপহাস,
নেই মিথ্যের খোলসে বন্দি
মানুষ রুপের পশু গুলোর অনাকাঙ্খিত সান্তনার অপচেষ্টা।
আমি আর একবার সেখানে যেতে চাই,
আর একবার অমানুষ হতে চাই।
চরম স্বার্থপর একজন অমানুষ।