ভালবাসাহীন আর একটি সন্ধ্যা তোমায় দিলাম।
যত্ন করে তুলেই রেখো।
বিষন্নতা এসে যখন ভীড় করবে তোমাতে,
বেড়িয়ে এসো শৃঙ্খল ভেঙ্গে
সন্ধ্যার গোধূলী লগনে।
আধো আলো আঁধারের মাঝে
আর খুঁজো না আমায়।
আমি যে আঁধারেরো অনেক গভীরে।
চোখের ঝাপসা ভাব কাটিয়ে অস্পস্টতাকে
জানিয়ে দিয়ো তোমার আগমন বার্তা।
সে হয়তো ছুটে আসবে তুমুল বেগে
তোমাকে সঙ্গ দিতে।
তুলে রাখা ভালবাসাহীন সন্ধ্যার কাছে যেও,
বলবে আমারি কষ্টের কথা।
বিরক্তিটাকে দূরে ঠেলে একটু শুনে দেখো।
হয়তো তোমার বিষন্নতাকে ছাপিয়ে
শুনতে পাবে কারো চোখের জলের শব্দ।
এর বেশী গভীরে যেওনা।
তাতে হয়তো তুমি
হারিয়ে ফেলতে পারো
তোমার আত্মা,মন ও মনুষ্যত্বের মাঝে
বেঁধে রাখা
শত কষ্টের অর্জন বোধ শক্তিকে।
[কি লিখলাম নিজেও জানি না?মনে আসলো তাই এই হাত চালানো।ভুল ক্ষমার দৃষ্টিতে নিবেন]
ছবি:ইন্টারনেট