
মামা বাড়ির আবদারের প্রথম সিজনের ব্যাপক সফলতার পর এবার এলো সিজন-২।

এবারের মামা বাড়ির আব্দার আগেরবারের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এবারে শুধুমাত্র পিসি সমস্যার সমাধান দেয়া হবে - সফটওয়্যার বা হার্ডওয়্যার গত উভয়ই। নিচের কিছু কিছু কথা খেয়াল রেখে কমেন্ট হিসেবে আপনার সমস্যাগুলো যোগ করুন:
১. সমস্যা যতোটা ডিটেইলসে বলা সম্ভব বলুন। ছবি যোগ করার দরকার হলে তাও করুন। পিসির কনফিগারেশন (RAM, প্রসেসর, অপারেটিং সিস্টেম ইত্যাদি) উল্লেখ করুন।
২. লিনাক্স বা ম্যাকের অধিকাংশ সমস্যার সমাধানই হয়তো দেয়া সম্ভব হবে না আমার পক্ষে (খুব বেসিক সমস্যাগুলো বাদে... তবে বলে দেখতে পারেন)।
৩. লেখক মোটেও কোন টেকি নন, কোন কম্পিউটার ডিগ্রিধারীও নন। আমি কম্পিউটার সম্পর্কে যা বলবো সেগুলো কোন পবিত্র সত্য নয়। আরো হাজারটা সমাধানের পথ থাকতে পারে। সমস্যার সমাধান করার ক্ষেত্রে তাই আপনাকে আমার প্রতি কিছুটা একতরফা বিশ্বাস আনতেই হবে। তবে লক্ষ্য একটাই - সমস্যার সমাধান।
৪. সমস্যার সমাধানগুলো করা হবে - ক) পিসি ব্যবহারের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং খ) নেটে টিউটোরিয়াল/How To/ফোরাম দেখে।
৫. শুধু কম্পিউটারের সমস্যাই নয় - অমুক কাজটা কিভাবে করে.....বা কোন সফটওয়্যারটা ব্যবহার করে কাজটা করতে পারবো এমন প্রশ্নও করা যাবে।
৬. আর কিছু হোক না হোক, আমি সমাধান করতে পারি আর না পারি - আপনার সমস্যাগুলোর কথা অন্যরা জানবে এবং হয়তো তারা কোন সমাধান বাতলে দিতে পারে.....
৭. চাইলে ফোন করতে পারেন: ০১৯১৭ - ৭৪৭৫২৩
আসুন তবে শুরু করা যাক.....

