
Great Mosque of Xi'an - China
মসজিদটি চীনের Xi'an এ অবস্হিত। চীনের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ এটি। মসজিদটি ৭৪২ সালে নির্মান করা হয়। পরবর্তীতে মসজিদটি একাধিকবার সংস্কার করা হয়েছে। মসজিদটিতে কোন গম্বুজ ও মিনার নেই। সম্পূর্ন চাইনিজ শৈল্পিকতায় নির্মান করা হয়েছে মসজিদটি। মসজিদটির মোট সীমানা ১২,০০০ স্কয়ার মিটার। মসজিদটি চারটি অংশে অবস্হিত। প্রতিটি স্তরের প্রবেশ পথে রয়েছে কারুকার্যখচিত বড় দরজা। মসজিদটির প্রধান নামাজ কক্ষে এক সাথে ১০০০ মুসল্লী নামাজ আদায় করতে পারেন এবং মোট সীমানায় লোক ধারন ক্ষমতা প্রায় ৬০,০০০ জন। ঐতিহাসিক একটি পাথরের তৈরী টেবিল রয়েছে মসজিদটির ভেতরে। মসজিদ সীমানার ভেতরের উন্মুক্ত স্হানে রয়েছে ফুলের বাগান ও বসার ব্যাবস্হা। প্রধার নামাজ কক্ষের কাছেই রয়েছে “মুন গেট”। মুন গেটে প্রবেশ করলে মানব সৃষ্ট ছোট অথচ উঁচু দুইটি পাহাড়ের দেখা মেলে। ইসলামের ধর্মীয় অনুষ্ঠানের চাঁদ দেখার জন্য পাহাড় দুইটি ব্যবহার করা হয়।

ক্রিস্টাল মসজিদটি মালয়েশিয়া!!
ক্রিস্টাল মসজিদটি মালয়েশিয়ার(Crystal Mosque - Malaysia!!) Kuala Terengganu, Terengganu তে অবস্হিত। মসজিদটি ২০০৬ সালে নির্মান শুরু হয় এবং ২০০৮ সালে নির্মান কাজ সম্পন্ন হয়। মসজিদটির আয়তন ২১৪৬.১২ স্কয়ার মিটার। মসজিদটিতে এক সাথে ৭০০ মুসল্লী নামাজ আদায় করতে পারেন। মসজিদটির চারকোনে চুউচ্চ চারটি মিনার আর ছোট বড় বেশ কয়েকটি গম্বুজ রয়েছে। মসজিদটির সাথে রয়েছে ইসলামিক হেরিটেজ পার্ক।

সুলতান ওমর আলি সাইফুদ্দিন মসজিদ !!
সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদটি ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত। এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন মসজিদটি ব্রুনাইয়ের সুলতান ওমর আলী সাইফুদ্দিনের নামে নামকরন করা হয়। ১৯৫৮ সালে মসজিদটির নির্মান কাজ সম্পন্ন হয়। মসজিদটির প্রধান গম্বুজটির বাইরের অংশ সম্পূর্ন খাঁটি সোনা দিয়ে তৈরী। মসজিদটি ৫২ মিটার (১৭১ ফুট) উচ্চতায় নির্মিত বলে শহরের যেকোন স্হান থেকে সহজেই দেখা যায়। আবার মসজিদের প্রধান মিনারে উঠলে পুরো বন্দর সেরি বেগাওয়ান শহর দৃষ্টিগোচর হয়। মসজিদটির প্রবেশে সুদীর্ঘ একটা ব্রীজ রয়েছে। ৫ একর জমির উপর নির্মিত মসজিদটির ভেতরের (ইনডোর) অংশে একসাথে ৩০০০ মুসল্লী নামাজ আদায় করতে পারেন। মসজিদটি নির্মানে অত্যন্ত দামী গ্রানাইট, মার্বেল ও ক্রিসটাল ব্যবহার করা হয়।

শেখ যায়েদ মসজিদ!! বিশ্বের বড় মসজিদ গুলোর একটি !!
এই সুন্দর মসজিদ টি ২৪০০০০ বর্গফুটের এবং এই মসজিদটি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে(UAE) অবস্থিত, মসজিদটির ধারণ ক্ষমতা ৪০০০০।

এশিয়ার সবচেয়ে বড় মসজিদটির নাম হচ্ছে Shah Faisal মসজিদ। !!
এশিয়ার সবচেয়ে বড় মসজিদটির নাম হচ্ছে Shah Faisal মসজিদ। পাকিস্থানের ইসলামাবাদে এটি অবস্থিত। এর ভিতরে অংশে ৩৫,০০০ জন ও বাইরের অংশে ১,৫০,০০০ জন মুসুল্লি এক সাথে নামাজ দাঁড়াতে পারেন।সুব্হানআল্লাহ

‘হাসান ২ মসজিদ পৃথিবীর ১৫তম বৃহত্তম মসজিদ!!
‘হাসান ২ মসজিদ’ (Hassan II Mosque) পৃথিবীর ১৫তম বৃহত্তম মসজিদ। মসজিদটি মরক্কোর ক্যাসাব্লাঙ্কাতে (Casablanca) অবস্থিত। মসজিদটি ডিজাইন করেছেন একজন ফ্রেন্স আর্কিটেক্ট, নাম-Michel Pinseau এবং মসজিদটি তৈরি করেছেন Bouvgues। মসজিদটির নির্মান কাজ শেষ হয় ১৯৯৩ সালে। মসজিদটি আটলান্টিকের তীরে অবস্থিত। এখানে একবারে ২৫,০০০ লোক নামাজ আদায় করতে পারে এবং এর সামনের আঙ্গিনায় আরও ৮০,০০০ লোক একসাথে নামাজ আদায় করতে পারে। এর মিনারটি লম্বায় ২১০ মিটার (৬৮৯ ফুট), যা লম্বায় পৃথিবীর সর্বোচ্চ।

এই সুন্দর মসজিদটি জেদ্দাহ সমুদ্রে অবস্থিত ।
....................................................................................................
(১০০% হালাল ভাবে সংগৃহীত)
