দেশ এগিয়ে যাচ্ছে ,
অন্য কোন দিকে না হোক অন্তত ডিজিটালাইজেশন এ । আজকের একটা ডিজিটাল অভীজ্ঞতার কথা বলি, আপনাদের ও কাজে লাগতে পারে --
রিকশায় করে অফিস যাচ্ছি, যথারীতি তাড়া আছে। কিন্তু বিধি বাম।
অফিসের কাছাকাছি এসে দেখি মরা গিট্টু (জ্যাম) ।
কি আর করার একটু অপেক্ষা করার পর সিদ্ধান্ত নিলাম নেমে যবো।
ভাড়া দেয়ার জন্য মানিব্যগ বের করতেই মেজাজ চরম গরমের কাছাকাছি পৌছে গেল।
দেখি ব্যাগে একটা চকচকে পাঁচশ টাকা আর একটা ছিড়া দুই টাকার নোট।
রিকশাঅলারে বললাম তুমি একটু দাড়াও আমি টাকাটা ভাংতি করে আনি।
আশেপাশে সব দোকানের একটাতেও ভাংতি পাইলাম না (নাকি দিলোনা?)।
তবে একটা ব্যাপার বুঝলাম দেশের অর্থনীতি চপে আছে।
ব্যার্থ (ক্ষীপ্ত) মনোরথে রিকশার কছে যেতেই রিকশাঅলা মহা বিরক্ত হয়ে বলল মামা ভাড়া দেন আমি গাড়ি ঘুরাইয়া যাইগা।
আমি বললাম ভাংতি পাই নাই অফিসে গিয়া তারপর ভাড়া দিব।
এরপর রিকশাঅলা যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
রিকশাঅলা আমাকে বলল টেকা দেওন লাগবোনা মামা, আপনে আমার মোবাইল লম্বর টা তুইলা লন, অফিস গিয়া আমার লম্বরে টাকাটা ঢ়ুকাইয়া দিয়েন।
আমিও সমস্যার সমাধান পাইয়া অতিশয় আনন্দিত ও হতবুদ্ধি হইয়া রিকশাঅলার কাছ থেকে তার মোবাইল নম্বর নিয়া অফিসের দিকে হা্ঁটা দিলাম আর মনে মনে বলতেছিলাম......
আসলেই দেশ আগাইতাছে।