গতানুগতিক চাকরির বাইরেও এমন অনেক পেশা আছে যেখানে ভালোভাবে উপার্জন ও সম্মান আদায় করা সম্ভব। এরকমই একটি পেশা হলো ফটোগ্রাফি। এখানে নিজের দক্ষতার পাশাপাশি শৈল্পিক জ্ঞানের সমন্বয়ে যে কেউ গড়তে পারেন উজ্জ্বল ভবিষ্যৎ_পড়াশোনা শেষ করার পর বেশির ভাগ ছাত্রছাত্রী গতানুগতিক পেশার পেছনেই ছুটে থাকেন। এদের মধ্যে কেউ চাকরি করে প্রতিষ্ঠিত হন, আবার কেউবা বেকারত্বের অভিশাপ নিয়ে দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। এমন অনেক পেশা আছে যেখানে গতানুগতিক চাকরি থেকে ভালোভাবে উপার্জন ও সম্মান আদায় করা সম্ভব। এরকমই একটি পেশা হলো ফটোগ্রাফি। এ পেশায় নিজের দক্ষতার পাশাপাশি শৈল্পিক জ্ঞান থাকা অপরিহার্য। বর্তমানে এই পেশার যথেস্ট চাহিদা রয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া। সেই সঙ্গে বাড়ছে অনলাইন পত্রিকার পরিধি। ফলে এসব ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ফটোগ্রাফারদের কর্মসংস্থান। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক বিদ্যারও প্রয়োজন আছে। এ দুটি সমন্বয়ে যে কেউ গড়তে পারেন ফটোগ্রাফার হিসেবে নিজের ভবিষ্যৎ।
একজন ফটোগ্রাফার চাইলে নিজের জনপ্রিয়তার ভিত্তিতে গড়তে পারেন নিজের প্রতিষ্ঠান। তবে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে নিজের প্রচারণার মাধ্যমে ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করছেন।
ফটোগ্রাফার হতে হলে যেসব বিষয়ে পড়াশোনা করে হাতে কলমে শিখে দক্ষ হতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: বেসিক কোর্স অন ফটোগ্রাফি, স্টুডিও ফটোগ্রাফি, ডাকযোগে ফটোগ্রাফি, ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, ডিপ্লোমা ইন ফটো জার্নালিজম, বেসিক কোর্স অন ভিডিওগ্রাফি, বেসিক কোর্স অন ফটো এডিটিং ইত্যাদি। পাশাপাশি বিভিন্ন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কর্মশালায় অংশগ্রহণ করা জরুরি।
তেমনই একটা কর্মশালার আয়োজন করছে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ এবং রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং লেকসিটি। কর্মশালায় ফটোগ্রাফি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা হবে। আগ্রহীগণ নিজেদের নাম, ইমেইল ও ফোন নাম্বার দিয়ে ফেইসবুক ইভেন্টে রেজিষ্ট্রেশন করে রাখতে পারেন। নির্বাচিত ব্যক্তিদের ফোন/ইমেইলে ভেন্যু এবং সময় জানিয়ে দেয়া হবে।
কর্মশালার তারিখ : ৩০ শে আগষ্ট, শুক্রবার
অংশগ্রহণ ফি : ৩০ টাকা
সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দেয়া হবে।
কর্মশালার ফেইসবুক ইভেন্ট : Click This Link
বি: দ্র: কর্মশালার পর ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হবে।
আরও তথ্য জানতে কিংবা ওয়ার্কশপ সংক্রান্ত যেকোন বিষয় শেয়ার করতে চাইলে যোগাযোগ করতে পারেন:
Rtr Morshed Alam
Cell: +8801811-193331 or 01670-888602
Mohsin Chy
Cell: +8801712551786
লেখাটি আরও প্রকাশিত হয়েছে চট্টগ্রাম ব্লগে