ঈদের খুশিকে শেয়ার করুন সবার সাথে। সেই সুযোগ করে দিচ্ছে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ এবং রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং লেকসিটি। এই দুই ক্লাবে যৌথ আয়োজনে চলছে “Eid & Life” শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতা। বাংলাদেশের যেকোন নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।
http://www.facebook.com/events/202017729963728/
পার্টনার:
মিডিয়া পার্টনার: http://www.ctgtimes.com
ওয়েব পার্টনার: http://www.bdrotaract.com
বিষয়: Eid & Life ( ঈদ সংক্রান্ত যেকোন ছবি প্রতিযোগিতায় জমা দেয়া যাবে )
নিয়মাবলী:
১. প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত।
২. শুধুমাত্র বাংলাদেশী নাগরিকবৃন্দ এই প্রতিযোগিতায় অংশনিতে পারবেন।
৩. বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি জমা দিতে হবে।
২. যেকোন মিডিয়া দিয়ে তোলা ছবি জমা দেয়া যাবে। যেমন : ক্যামেরা, মোবাইল, ক্যামকোর্ডার, হ্যান্ডিক্যাম, আইফোন ইত্যাদি।
৪. ছবি JPEG/JPG ফরম্যাটে জমা দিতে হবে।
৫. সাদাকালো এবং রংইন উভয়প্রকার ছবিই গ্রহণযোগ্য। ছবিতে হালকা এডিট গ্রহণযোগ্য।
৬. ছবির সাইজ হবে 1600 x 1200 pixels/ 300dpi (অন্যান্য সাইজ ও গ্রহনযোগ্য)
৮. কালার মোড হবে RGB.
৯. একজন প্রতিযোগি সর্বোচ্চ তিনটি ছবি জমা দিতে পারবেন।
১০. প্রতিটি ছবির সাথে ক্যাপশন যোগ করতে হবে। সেই সাথে স্থান, ব্যাবহৃত মিডিয়া (ক্যামেরা, মোবাইল, ক্যামকোর্ডার, হ্যান্ডিক্যাম, আইফোন) এবং প্রতিযোগির নাম উল্লেখ করতে হবে।
১১. ছবি জমা দেয়া যাবে ২০ শে আগষ্ট পর্যন্ত।
যেভাবে জমা দিতে হবে :
নির্ধারিত তারিখের মধ্যে ইভেন্টের পেইজে ছবি আপলোড করে জমা দেয়া যাবে কিংবা ইমেইলের মাধ্যমে জমা দেয়া যাবে।
# ইভেন্ট পেইজ : Click This Link
# ইমেইল : bdrotaract.com@gmail.com
কিছু তথ্য :
# নির্বাচিত ছবি প্রকাশ করা হবে ২১শে আগষ্ট ইভেন্ট পেইজে এবং https://www.facebook.com/bdrotaract.org এ
# বিজয়ী নির্ধারণ করা হবে ভোটের মাধ্যমে। এখানে বিচারকবৃন্দের ভোট এবং ফেইসবুক ভোট উভয়ই বিবেচনা করা হবে।
# ভোট গ্রহণ করা হবে ২১ শে আগষ্ট থেকে।
আরও তথ্য জানতে কিংবা প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন বিষয় শেয়ার করতে চাইলে যোগাযোগ করতে পারেন:
Rtr Morshed Alam
Cell: +8801811-193331 or 01670-888602
Mohsin Chy
Cell: +8801712551786