দেখতে দেখতে প্রায় একটি বছর পেরিয়ে এলো। গত বছর ঠিক এই সময়ে আমরা বিভিন্ন প্রস্তুতির মধ্যমে আমাদের ব্লগ দিবস পালন করেছিলাম।
আমাদের রাজশাহীর ব্লগার দের মধ্যে যে কোনো আন্তরিকতার অভাব ছিলনা সেটা আমাদের সাথে গত বছর যারা অংশ গ্রহণ করেছিলেন তারা নিশ্চয় জানেন এবং যারা আসবেন বলে অবশেষে আসতে পারেন নাই তাদের কে পরে আফসোস করতে হয়েছিল কি বিশ্বাস হচ্ছে না .....
তবে ভার্চুয়ালি ঘুরে আসতে পারেন আমাদের সেই দিনটি থেকে সোনার ফ্রেমে বাঁধিয়ে রেখেছিলাম যে দিনটি

এতক্ষণ তো সেই পুরনো কথায় বললাম এবার নতুন কিছু বলার আগে একটা বিষয় সবাই কে ক্লিয়ার করছি
বর্তমান আমাদের শহরের সার্বিক অবস্থা কিন্তু পূর্বের তুলনায় ভয়াভহ প্রতিদিন ২/১ তা বিছিন্ন ঘটনা ঘটছে .তবে আশার কথা এই যে আমার আমাদের আয়োজন এমন এক জায়গায় করব যেখানে সবাই খুব নিরাপদে এবং নির্ভয়ে আসতে পারবে। ভুলে গেলে চলবে না আমরা গতবার হরতালের মধ্যে আমাদের ব্লগ ডে পালন করেছি।
আমরা কয়েকজন চেষ্টায় আছি গত বারের নায় এইবারো একটু ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই কাঙ্খিত দিনটি কে উদযাপন করব। বাকিটা নির্ভর করছে ব্লগার দের উপস্থিতির ওপর। পুরনো ব্লগারদের পাশা পাশি নতুন ব্লগার ভাইয়া ও আপুদের কে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
স্থানঃ প্রকৃতির এক অপার সৌন্দর্যের জায়গা পদ্মার পারে ( পদ্মা গার্ডেন )
সময়ঃ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মিনিট
আমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক হলে ফেবু গ্রুপ এ যোগাযোগ করুন অথবা
ফোন করে আপনার নাম এবং ব্লগ নিক টা বলুন কিংবা কমেন্ট করুন
আমার মোবাইল নাম্বার ০১৭২৩৮১১৮৪৪
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯