যাই হোক আমি টাইটেলে লিখেছি যে আমি একটা উইন্ডোজ এক্সপি লাইভ সিডি বানানো দেখাব। আমি খুব সহজভাবে বর্ননা করার চেষ্টা করব।
যা যা প্রয়োজনঃ
১।একটি Bart PE Builder
২।উইন্ডোজ XP বুটেবল সিডি
৩।C ড্রাইভে অন্তত ৭৫০ মেগাবাইট ফাকা জায়গা
৪।একটি ব্ল্যাঙ্ক ডিস্ক
প্রথমেই ডাউনলোড করে নিন Bart PE Builder
ড্রাইভ C তে একটি ফোল্ডার তৈরি করুন যেকোনো নামে, ধরা যাক project xp নামে ফোল্ডারটি তৈরি করা হল।
আপনার ডিস্ক ড্রাইভে প্রবেশ করান উইন্ডোজ XP বুটেবল সিডিটি। সিডি থেকে সব ফাইল কপি করুন। এবং পেস্ট করুন project xp নামের ওই ফোল্ডারে।
এবার Live_cd নামে ফোল্ডার বানান project xp ফোল্ডারে।
এখন যেই ফাইলটি আগেই ডাউনলোড করে ফেলা হয়েছে তা 'Live_cd' ফোল্ডারটিতে এক্সট্রাক্ট করুন।
আপনার যা যা প্লাগিন্স দরকার( অর্থাৎ আপনার লাইভ সিডিতে যে যে সফট ইউজ করতে চান) তা আগে থেকেই সংগ্রহ করুন এবং C:projectxpLive_cdpebuilder3110aplugin এই ফোল্ডারে এক্সট্রাক্ট করুন। প্লাগিন্স খোজার অন্যতম জায়গা হচ্ছে গুগল, তবে অনেকে খুজে নাও পেতে পারেন তাই পোস্টের শেষে আমি কিছু প্লাগিন্স দিয়ে দিলাম।
এখন এখান থেকে C:projectxpLive_cdpebuilder3110a ফোল্ডার pebuilder আইকনে রাইট ক্লিক করুন
"Run As Administrator" ক্লিক করুন। একটা ওয়ার্নিং আসবে, Yes চাপুন।
এইবার মেইন ইন্টেরফেস আসবে।
সোর্স পথে projectxp এর লোকেশন দিন অর্থাৎ C:projectxp দিন।
মিডিয়া আউটপুট "create ISO image" আছে কিনা দেখুন। না থাকলে চেক দিন।
আপনি Plugins ক্লিক করে যেকোনো প্লাগিন্স এনাবল/ডিসেবল করতে পারেন। তারপর Close দিয়ে বেরিয়ে আসুন।
এবার "Built" এ ক্লিক করুন।
আপনার লাইভ সিডি তৈরি হয়ে যাচ্ছে। অপেক্ষা করুন। শেষ হলে Close দিয়ে বেরিয়ে আসুন।
আপনি ISO ইমেজটা পেয়ে যাবেন এই ফোল্ডারে C:projectxpLive_cdpebuilder3110a
এবার আপনি যেকোন ব্ল্যাঙ্ক ডিস্কে ফাইলটা রাইট করে নিতে পারেন। এবং এটাই আপনার লাইভ সিডি।
কিছু কমন প্লাগিন্স পাবেন এখান থেকে ।আপনি এখানেও পেতে পারেনঃএখান থেকে
আশা করি আপনাদের কাজে লাগবে। যদি লাইভ সিডি বানাতে সফল হন, জানাবেন......আর না পারলেও জানাবেন।
পোস্টটি প্রথম এখানে প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭