৭১ এ নির্বাচনী ফলাফল মেনে আওয়ামীলীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলে মুক্তিযুদ্ধ হত না ।
২৫ এ মার্চের বর্বর আক্রমণ মুক্তিযুদ্ধকে অবধারিত করে তুলে ।
তাই মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি বুঝি অন্যায়,অত্যাচার ,অবিচারের প্রতিবাদ , প্রতিরোধ ।
এই বিচারে মেজর জলিল মুক্তিযুদ্ধের চেতনার মডেল । তিনি পাকিদের অন্যায়, ইন্ডিয়ানদের অন্যায়, মুজিবের অন্যায়সহ সকল অন্যায়ের প্রতিবাদ করেছেন ,প্রতিরোধ করেছেন।
অন্যায়কারী কে এটা বিবেচনা না করে সকল অন্যায়ের যে বা যারা প্রতিবাদ করতে পারে তাদেরকেই মুক্তিযুদ্ধের চেতনাধারী বলে সম্মান করি ।
তাই মুক্তিযুদ্ধের চেতনার মডেল, উপাধিবিহীন সেক্টর কমান্ডার জলিলকে স্বরণ করি সসম্মানে
আর মুক্তিযুদ্ধের সাথে অন্য কিছু যেমন ধর্ম বিদ্বেষ,ধর্ম নিরপেক্ষতা ইত্যাদির মিশ্রণকে মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করণ, এডাল্টারেশন মনে করি ।
দেশে মানবাধিকারের চরম লংঘন হচ্ছে, হাজার
হাজার নয় ,লক্ষ লক্ষ মানুষ বিনা বিচারে জেল খাটছে ,লক্ষ লক্ষ দরিদ্র মানুষ অনাহরে অর্ধাহারে দিন কাটাচ্ছে অথচ সেক্টরস কমান্ডারস ফোরাম এই অদক্ষ ,অযোগ্য তাবেদার সরকারের কোন অন্যায় অত্যাচারেরই প্রতিরোধ তো দূরের কথা প্রতিবাদের প্র 'ও করছে না ।
যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার সাথে সাথে এই অদক্ষ ,অযোগ্য তাবেদার সরকারের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার সাহস নাই কেন এসব কমান্ডারদের ?