somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদিউল সাহেবের রোজাটা টিকবে তো?

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

= বদিউল সাহেবের রোজাটা টিকবে তো? =

সিয়াম সাধনার এ পবিত্র মাসে অফিস সময় সংক্ষিপ্ত। তাই, অন্য সবার মতো বদিউল সাহেবও সচরাচর অফিস হতে বাসায় ফিরে খোশ মেজাজে থাকেন। কিন্তু, আজ তাঁর মন কেমন যেন উথলা। উদ্ভ্রান্তের মতো পায়চারি করে চলেছেন ঘরময়।

দীর্ঘ বাইশ বছরের সংসার জীবনে সহধর্মিনী তসলিমা বেগমের চোখ এড়ায়নি বদিউলের এ অস্বাভাবিক আচরণ। ফলে, তিনি নিজেও দুশ্চিন্তায় পড়লেন।

- মিশুর বাবা, কি হলো তোমার আজ? এমন অস্থির পায়চারি করছো কেন? অফিসে কি খারাপ কিছু হয়েছে?

বদিউল এড়িয়ে যান। কোন কারণে মন খারাপ বা দ্বিধাগ্রস্থ হলে মানুষ অনেকসময় কারো সাথে কথা বলতে চায় না। জোহরের নামাজ পড়তে ওযু করার সময় অফিসে যে বিশেষ ঘটনাটি ঘটেছে তা নিয়ে চুপচাপ ভাবতে থাকেন তিনি।

বদিউল তাঁর অফিসে নির্বিবাদী সৎ কর্মকর্তা বলে পরিচিত। এতো দীর্ঘ চাকুরী জীবনে তিনি কারো ফাইল আটকে জবরদস্তি অর্থ আদায় করেছেন বলে জনশ্রুতি নেই। তাঁর স্বাক্ষরের জন্য আসা প্রতিটি ফাইলে তাঁর ভাগের এক হাজার টাকা 'নিয়মানুযায়ী' তাঁর নামে অফিস সহকারী জামিল সাহেবের কাছে জমা হয়। নিয়মটা কে কবে ঠিক করে দিয়েছে তা তাঁর জানা নেই। জানার দরকারও বা কি? এই নিয়মে তাঁর কোন ক্ষতি তো আর হচ্ছে না!

নিয়ম মেনেই দিনশেষে হাজার তিরিশেক টাকা উপরি আয় হয়ে যায়। জামিল সাহেব টাকাটা সমান তিন ভাগ করে তিন বান্ডিলে কর্মদিবস শেষে স্যারের (বদিউল) হাতে তুলে দেন। বদিউল ঘুষ-দুর্নীতির বিপক্ষে বলে কখনও নিজ হাতে কারো কাছ থেকে উপরির টাকা গ্রহণ করেননি। হাশরের ময়দানে যেন নিজের দুটি হাত তাঁর বিরুদ্ধে সাক্ষ্য না দেয় তা ভেবেই এ ব্যবস্থা।

তিন বান্ডিলের একটি তিনি অফিসে তাঁর গোপন সেইফে জমা রাখেন। বাকি দুটি বান্ডিল বাসায় নিয়ে তসলিমা বেগমের হাতে তুলে দেন। এভাবে, বেতনের বাইরে আহরিত অর্থের সিংহভাগই যায় তসলিমার পকেটে। তসলিমা ওই টাকা হতে সামান্য কিছু বদিউল সাহেবকে হাত খরচের জন্য দেন। বাকি টাকা তাঁর একমাত্র ভাই কানাডার নাগরিক শাহেদের কাছে পাঠিয়ে দেন। শাহেদ তাঁর খরচের টাকাটা রেখে বোন তসলিমাকে ডলারে বাকি টাকা 'উপহার' হিসেবে পাঠিয়ে দেন।

বদিউলের চালচলনে অস্বাভাবিকতা কমছে না দেখে তসলিমা আরেকবার জোর দিয়ে জানতে চান, 'বলোতো তো মিশুর বাবা, তোমার হয়েছেটা কি? বেশি খারাপ লাগলে ডাক্তারের কাছে নিয়ে যাবো; খুলে বলো তোমার কেমন লাগছে?'

- আজকের রোজাটা মনে হয় কবুল হবে না তসলিমা। হাশরের দিন কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনকে তা নিয়েই ভাবছি।

- কেন, রোজা টিকবে না কেন? কি হয়েছে তোমার? বিশেষ অঙ্গ দিয়ে কিছু ...

- আরে না, তোমার শুধু বাজে চিন্তা। ... জোহরের নামাজের ওযু করার সময় কুলকুচি করতে গিয়ে ভুলে অনেকখানি জল গিলে ফেলেছি। পেটে পানিটা একটু বেশিই ঢুকেছে। সেই থেকে টেনশনে আছি, ভীষণ টেনশনে, রোজাটা টিকবে তো? সামনের বছর যে রোজা রাখার সুযোগ পাবো তার তো কোন গ্যারান্টি নেই। দেখলে না, কত অল্প বয়সে রফিক সাহেব চলে গেলেন!

- অসাবধানতায় সামান্য পানি গিলেছো, তা নিয়ে এতো টেনশনের কি আছে? তুমি ইচ্ছে করে তো আর পানি গেলোনি!

- তোমাকে বুঝাতে পারবো না তসলিমা বেগম, যাও যাও, আমাকে একটু একা থাকতে দাও, একটু প্রায়শ্চিত্ত করি। রোজার গুরুত্ব তুমি আর কি বুঝবে, তুমি রান্নাঘরের মানুষ? যাও, রান্না ঘরে যাও।

বদিউলের বাড়াবাড়ি তসলিমার ধৈর্যচ্যুতি ঘটায়। সত্য হলো, তসলিমা কোন অর্থেই বদিউলের চেয়ে কম রোজাদার নন। মাসিকের কারণে যে কটা রোজা ছেড়ে দিতে হয় তাও ঈদের পরপর পুরিয়ে দেন। সেই, পাকা রোজাদার তসলিমাকেই কিনা তাচ্ছিল্য করে রোজার গুরুত্ব বুঝানোর চেষ্টা। তা কি মেনে নেয়া যায়?

তসলিমাও বদিউলকে দু'কথা শুনিয়ে দিলেন: 'এই রোজা-রমজানের দিনে ঘুষের টাকার দু'দুটি মোটাসোটা বান্ডিল জেনেবুঝে গিলেও তোমার কোন অনুতাপ নাই, আর ওদিকে, অসাবধানতায় সামান্য পানি গেলাতেই যত সমস্যা; তামাশা আর কতো দেখবো এই এক জীবনে? তোমার পাগলামো আর গেল না মিশুর বাবা। ...

কথাগুলো বলতে বলতে তসলিমা থরথর করে রান্নাঘর অভিমুখে রওনা দিলেন।

https://www.facebook.com/moh.l.gani/
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১২:২২
৭টি মন্তব্য ০টি উত্তর

১. ২৮ শে মার্চ, ২০২৩ ভোর ৬:০২

কামাল১৮ বলেছেন: এটা আর নতুন কি।অনেককেই বলতে শুনেছি বারে বসে বলে,হালাল মাংসতো?

২. ২৮ শে মার্চ, ২০২৩ সকাল ১১:২৯

বিটপি বলেছেন: রোজা রেখে সব ধরণের আকাম কুকামই করা যায়। রোজার কোন ক্ষতি হয়না এতে।

তবে সেই রোজার পুরষ্কার আল্লাহ নিজেই দেবেন যে রোজা কেবল মাত্র তাঁরই জন্য রাখা হয়। রোজা রাখার মধ্যে লৌকিক কিছু নেই। এটাই একমাত্র ইবাদত যা কেবলমাত্র আল্লাহ্‌র ভয়ে করা হয়ে থাকে। এতে লোক দেখানো কোন ব্যাপার নেই।

৩. ২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লহ আমাদেরকে শুদ্ধ থাকার তৌফিক দান করুন

৪. ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: হুম।

৫. ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২০

গেঁয়ো ভূত বলেছেন: বিষয়টি একেবারে সুদ-ঘুষ কিংবা অন্যান্য উপায়ে উপার্জিত হারাম টাকা দিয়ে হালাল খাবার কিনে খাওয়ার মতো ব্যাপার! =p~ এজন্যই জ্ঞান (এলেম) অর্জন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। ইসলামের মৌলিক বিষয়ে সঠিক জ্ঞান থাকা মুসলমানের জন্য আবশ্যক, যেটা বদিউল সাহেবের ছিল না বা আমাদের অনেকের মাঝেই অনুপস্থিত।

৬. ২৮ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৯

ঢাবিয়ান বলেছেন: এরকম ভন্ড মানুষের সংখ্যা আমাদের দেশে এখন প্রচুর। ঘুষ, দুর্নীতি সকল ধরনের অপকর্মই করছে আবার রোজা, নামাজ রেখে বিশাল ইমানদারও সাজছেন !!

৭. ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, এই হলো আমাদের ঈমানী জোশ..

সমাজে এরকম বদিউল এর অভাব নেই।

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলছে শোঅফ ব্যাবসা ........ ;)

লিখেছেন সোহানী, ১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৮



হিন্দু শাস্ত্র অনুসারে মানব মনের ছয়টি সহজাত দোষ বা ষড়রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। বা সহজ ভাবে বলা যায়, কাম (lust) হলো লালসা, ক্রোধ (anger)... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার অপসারণ কি সমাধান ছিল, নাকি আরও বিপর্যয়ের শুরু?

লিখেছেন রাবব১৯৭১, ১৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৪

শেখ হাসিনার অপসারণ কি সমাধান ছিল, নাকি আরও বিপর্যয়ের শুরু?
দেশজুড়ে যখন রাজনৈতিক অস্থিরতা ছিল, তখন অনেকেই বিশ্বাস করেছিলেন শেখ হাসিনার সরকারই সমস্ত সমস্যার মূল। বলা হয়েছিল, তিনি জনগণের ইচ্ছার বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

জাতির পিতাকে অস্বীকার করে, স্বাধীনতার সংগ্রাম কে অস্বীকার করে রাজাকার রা আমাদের আওয়ামী লীগ সমর্থন করাতে বাধ্য করে বারং বার।

লিখেছেন আহসানের ব্লগ, ১৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৩


আমরা যারা কোন দলের পদ পদবি তে নাই। এমনকি আমার কলেজের রাজনীতি জড়িত বন্ধুর সাথেও মেশা বন্ধ করেছিলাম আমরা চার জনের সার্কেল। দলীয় রাজনীতি বড়ই খারাপ জিনিস। মাইর খাওয়া মাইর... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভিন্‌গ্রহে মিলল প্রাণের অস্তিত্ব! ১২৪ আলোকবর্ষ দূরের গ্রহে কি প্রাণের স্পন্দন?

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪২



জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, তাঁরা পৃথিবীর বাইরে কে২-১৮ বি গ্রহে জীবনের সবচেয়ে জোরালো প্রমাণ খুঁজে পেয়েছেন। ১২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্রহের বায়ুমণ্ডলে দু’টি রাসায়নিকের অস্তিত্বের প্রমাণ পাওয়া... ...বাকিটুকু পড়ুন

নারী সংস্কার কমিশনের সুপারিশ : দেশের উন্নয়নের জন্য আসন বাড়ানোর বিকল্প নেই

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৮


নারী অধিকার নিয়ে কথা উঠলেই কিছু ভদ্রলোকের ঘুম ভেঙে যায়। রাষ্ট্র নড়েচড়ে বসে—একটু যেন ‘স্মার্ট’ ভাব ধরে। সেই ভাবেই নারী বিষয়ক সংস্কার কমিশন সুপারিশ করলো, সংসদের আসন সংখ্যা ৬০০ করা... ...বাকিটুকু পড়ুন

×