টিভিতে সিরিয়াল দেখা হয় না , তারপরেও সৌভাগ্যক্রমে হঠাৎ ভারতীয় একটা সিরিয়ালে গানটা শুনতে পাই । এ গান শুনে এতটাই মুগ্ধ হয়েছি যে এখন এটা কানে না শোনা হলেও বুকে বাঁজে অহর্নিশি। কিছু গান আছে, সুরের যাদু দিয়ে বশ করে রাখে । এ গানের সাথে বাঁশীর যে সে সুর সে সুর দূর বহুদূর গিয়ে পৌছে ।
সার্থক এ গানের সুরকার , শিল্পী, বংশীবাদক । ধন্যবাদ সিরিয়ালের জন্য এ গান যে সংযোজিত করেছে তাকে।
লিঙ্ক: Click This Link
সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
তোমার বাড়ী আমার বাড়ী
মধ্যে সুরনদী
সেই নদীকে মনে হইল অকূল জলধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
উইড়া যায়রে চখুয়ার পঙ্খী
পড়িয়া রইল ছায়া
কোন পরানে বিদেশে রইলা
ভুলি দেশের মায়ারে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি