এই বন্ধুত্বের মাঝে রয়েছে ঝগড়া-বিবাদ, মারামারি, চুল টানাটানি, কুৎসা! বন্ধুত্বের মাঝে এমন হতেই পারে, লোকের কথায় কান দেয়ার কোন মানে নেই। হতাশ হওয়ারও কিছু নেই।
ফেবিকলের চেয়ে শক্ত এ বন্ধুত্ব, মচকাবে কিন্তু ভাঙবে না।
বন্ধুত্ব যুগ যুগ জিয়ও...
-নিশি রাইতে ফাইজলামি মার্কা পুস্টু, আকাশ-পাতাল এক হয়ে গেলেও মনের বিষের স্বাদ কখনো মিষ্টি হওয়ার নয়।


সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:০২