যদি 3 idoits এর শ্যুটিং ICE তে না হয়ে Pharmacy dept. এ হতো তাহলে কেমন হতো ?? Pharmacognosy practical class হচ্ছে।
স্যারঃ What is alkaloid ??
বেশ কয়েকটা হাত ঝটপট উঠে গেলো । এক ছেলে হাত না তুলে মিটিমিটি হাসছে।
স্যারঃ কি ব্যাপার হাসছো কেনো ?
ছেলেঃ স্যার, ছোটো বেলা থেকে ইচ্ছা ছিলো ফার্মেসিতে পড়বো । Drugs, Proteins, Bio-sensors, Molecules এইগুলো নিয়ে গবেষণা করবো । এখন ফার্মেসিতে পড়ছি, ভাবতেই অনেক মজা লাগছে স্যার ।
স্যারঃ এতো মজা নেয়ার দরকার নাই । Alkaloids এর definition বলো ?
ছেলেঃ Any Basic nitrogenous plant compound having pharmacological effect.
স্যারঃ Will you elaborate it, please.
ছেলেঃ সে সকল plant origin nitrogenous যৌগ যাদের pharmacological effect আছে তারাই alkaloids স্যার । খুশ খুশ কাশি হচ্ছে, codeine খাচ্ছি, alkaloid স্যার । মুড চাঙা করতে হবে চা খাচ্ছি, caffeine, alkaloid স্যার। depression কাজ করছে বিড়ির ধোঁয়ায় সব উড়িয়ে দিচ্ছি, Nicotine, alkaloid স্যার । ম্যালেরিয়া হয়েছে, quinine খাচ্ছি, alkaloid স্যার । আসলে স্যার আমাদের জীবন alkaloids এ ঘেরা। যবের শীষ, ergotamine থেকে ব্যাঙের বিষ, bufotoxin সব alkaloid স্যার ।
স্যারঃ খাতায় এইগুলো লিখবে ?? ধানের শীষ গমের শীষ !! Definition টা কোথায় ?? আর কেউ পারবে বলতে ??
চতুরঃ Alkaloids are a group of naturally occurring chemical compounds that contain mostly basic nitrogen atom along with carbon, hydrogen, oxygen, rarely other elements such as chlorine, bromine and phosphorus; which is widely distributed in bacteria, fungi, plants, animals as secondary metabolites and according to their structure they are classified as pyrrolidone, tropane, pipperidine, pyrine, quinolone etc. etc. and they also provide a wide variety of pharmacological effects like anticholinergic, analgesic, antipyretic, emetic, anti-cancer and CNS stimulant effect.
স্যারঃ বাহ, এইটা হচ্ছে definition.
ছেলেঃ আমি তো এইগুলোই বললাম কিন্তু একটু সহজ ভাষায় ।
স্যারঃ এতই যখন সহজ ভাষা পছন্দ তাহলে folklore এ ভর্তি হলেই পারতে । যাও, এখন সহজ ভাষায় ক্লাস থেকে বের হয়ে যাও ।
যেতে যেতে আবার ঘুরে এসে,
স্যারঃ আবার কি চাও ।
ছেলেঃ ভুলে গেছি স্যার ।
স্যারঃ কি ভুলে গেছো ??
ছেলেঃ To wash, a common piece of laboratory glassware consisting of a finger-like length of glass or clear plastic tubing, open at the top, usually with a circular, ovoid or rounded U-shaped bottom, are available in a multitude of lengths and widths, typically from 10 to 20 mm wide and 50 to 200 mm long with a capacity of holding, boiling, storing, preserving, shaking, checking the changes of a reaction in the form of solution and suspension and having top often features a flared lip to aid pouring out the contents and they are also provide a small ground glass or white glaze area near the top for labeling with a pen, pencil or marker and those are also known as culture, sampling or boiling tubes.
স্যারঃ মানে কি ?
ছেলেঃ Test Tube স্যার । টেস্ট টিউব ধুতে ভুলে গেছি ।
স্যারঃ তা সোজাসুজি বললেই তো পারতে ।
ছেলেঃ একটু আগে তো তাই চেষ্টা করেছিলাম স্যার । তখন বের করে দিয়েছিলেন ।
*** ঘটনা পুরাই কাল্পনিক। বাস্তবের সাথে সাদৃশ্য খোঁজা বোকামি হবে ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪