ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর আগুন দেয়া নিয়ে ব্লগে পোস্ট দেখলাম। এই আগুন দেয়া নিয়ে গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের এক কর্মী আরেকজন কর্মীর কাছে সভাপতি সাদ্দাম আর সাধারণ সম্পাদক ইনানের কিছু টেক্সট পাঠান। ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দেয়া নির্দেশ সম্বলিত টেক্সটগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। স্ক্রিনশটের লেখা ছোট দেখে আমি নিচে আবার লিখে দিলাম। এখানে সাদ্দামের প্রথম বাণী এবং ইনানের শেষ বাণী সবুজ কালিতে মার্ক করা আছে, যেখানে স্থাপনা ধ্বংস করে দিতে আর আগুন লাগাতে বলেছে।
সভাপতি সাদ্দামের বাণী:
কয়েকটা ধর্মীয় উপাসনালয় আগুন দিতে হবে। আজ রাতের মধ্যে যা পারো তাদের শেষ করে দাও। 7:38pm
আপা আগামীকাল সকাল দশটার মধ্যে মিডিয়ার সামনে আসতে পারেন। যদি সকাল দশটার মধ্যে মিডিয়ায় না তাহলে ধরে নিতে পারো আপা সেইফ এক্সিট করেছেন। 7:42pm
সেফ এক্সিটের ক্ষেত্রে আপাকে সেনাবাহিনীর নিরাপত্তা দিবে বলে আশ্বস্ত করেছেন। 7:43pm
তোমরা আজকে রাতে শেষবারের মতো অনলাইনে একটিভ থাকো যত বেশি পারো নিষিদ্ধ জামাত শিবিরের জঙ্গি হামলা বলে প্রচার করো। 7:45pm
সাধারণ সম্পাদক শেখ ইনানের বাণী:
সবাই নিজ নিজ সেফটি নিশ্চিত করো। আমরা কারো দায়িত্ব নিতে মাঠ আপাতত আমাদের নিয়ন্ত্রণে থাকলেও ভিতরের পরিস্থিতি অনুকূলে নাই। সেনাবাহিনী আপাকে প্রত্যাশিত সাপোর্ট দিচ্ছে না। ব্যবসায়ীরাও পল্টি নিয়ে ফেলতেছে। 7:12 pm
আশার দিক হচ্ছে অধিকাংশ মন্ত্রী ও নেতারা দেশ ছেড়ে গেলেও এখনো আপা আমাদের মাঝে আছে। আপা যতক্ষণ থাকবে আমরা মৌলবাদীদের শেষ দেখে ছাড়বো। 7:12pm
সেনাবাহিনী আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। পরিস্থিতি বেগতিক হলে আপা দেশ ছাড়বেন। আপাতত এখনো দেশে আছেন। আমরা শেষ লড়াই চালিয়ে যাবো। 7:35pm
এখন যত পারো আগুন লাগিয়ে দাও। গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে হবে। দেশ যেহেতু আমাদের ছাড়তে হবে আমরা তাদের জন্য অবশিষ্ট রাখবো কেন? 7:37pm
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০২