গত অক্টবরের হিসেব অনুযায়ী গুগল প্লে স্টোরে সাত লক্ষের বেশি এ্যাপ রয়েছে। তারমধ্য থেকে আমার ব্যবহার করা কয়েকটি এ্যাপ নিয়েই আজকের পোস্ট।
◆Al-Quran (Bangla):
ফিচারসঃ
আলাদা আলাদা সুরা পড়ার লিংক।
ঝামেলাবিহীন ইন্টারফেস।
ডাউনলোড লিঙ্ক
◆Any.do To-do List & Task List:
ফিচারসঃ
এলার্ট, কারো কল ধরতে না পারলে তাকে ইন্সট্যান্ট মেসেজ পাঠানো কিংবা কতক্ষন পরে কল করবেন সেটার রিমাইন্ডার সেট করে রাখতে পারবেন।
আজ সারাদিন কি কি কাজ করবেন, কখন করবেন, সেটা সেট করে রাখা যাবে। সময়মত আপনাকে রিমাইন্ডার দেবে এ্যাপটি।
ডাউনলোড লিঙ্ক
◆CamScanner -Phone PDF Creator
কোন ডকুমেন্ট স্ক্যান করা দরকার? হাতের কাছে স্ক্যানার নেই? তাহলে ক্যাম স্ক্যানার হতে পারে আপনার জন্য সমাধান। ডকুমেন্টের (পেপার, নিউজ, ইত্যাদি), ছবি তুলুন। বাকি কাজ এই সফটওয়্যার উপর ছেড়ে দিন। আর শেষে পিডিএফ হিসেবে সেভ করুন। ব্যস হয়ে গেল স্ক্যানিং। বিজনেস কার্ড স্ক্যান করে ফটো হিসেবে সেভ করতে পারেন। তাতে করে আপনার ওয়ালেটেও কিছু খালি জায়গা বাড়বে।
ডাউনলোড
◆Dictionary - WordWeb
ডাউনলোড লিংক
◆GP APP
এটি গ্রামীনফোনের অফিসিয়াল এ্যাপ। আপনি গ্রামীনফোন ইউজার হলে GP APP আপনার এবং শুধু আপনারই জন্য। ঝামেলা ছাড়াই ব্যালেন্স চেক, ইন্টারনেট এর প্যাকেজ এক্টিভেট, FNF নাম্বার পরিবর্তন ও কারেন্ট FNF দেখা, যে কোন প্যাকেজ এক্টিভেট, ইত্যাদি সব কাজ করুন এক ক্লিকেই।
ডাউনলোড
◆Mobile Security & Antivirus (AVAST)
আপনি যদি ফ্রী এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে থাকেন তবে এভাস্ট হতে পারে আপনার প্রথম পছন্দ। গুগল প্লে'তে এর রেটিং ৪.৬। ফ্রীতে এর চেয়ে ভাল এন্টিভাইরাস মনে হয় সম্ভব নয়।
উল্লেখযোগ্য কিছু ফিচারের মধ্যে আছে - পাসওয়ার্ড সেট করা (ফ্রী ইউজারদের সর্বোচ্চ দুইটি এপ এর জন্য যেমন এলবাম, মিডিয়া প্লেয়ার, ইত্যাদি) ব্যাক আপ (কন্টাক্ট, মেসেজ, কল লিস্ট), মোবাইল হারিয়ে গেলে ট্রেস করার জন্য এন্টি থেপ্ট ফিচার, ফায়ার ওয়াল (রুট ফোনের জন্য), ইত্যাদি। আর রিয়েল টাইম স্ক্যানিং তো থাকছেই।
ডাউনলোড লিংক
◆Ridmik Bangla Dictionary
বেশ কয়েকটা ইংলিশ টু বাংলা ডিকশোনারী ব্যবহার করেছিলাম। তবে এটাকে তুলনামুলক ভাল মনে হয়েছে। সবচেয়ে বড় কথা এটা এ্যাড ফ্রী এবং অফলাইনে পড়া যাবে।
ডাউনলোড
◆Ridmik Keyboard (Bangla)
যারা মোবাইলে কম বেশি বাংলা লেখা লেখিতে অভ্যস্ত তাদের জন্য মাস্ট মাস্ট মাস্ট হ্যাভ এ্যাপ। একদম অভ্র এর ক্লোন বা এন্ড্রয়ডীয় ভার্সন বলা যেতে পারে এটিকে। আমি আগে মায়াবী ব্যবহার করতাম। তবে এখন রিদ্মিক এর প্রেমে হাবুডুবু খাচ্ছি বলতে পারেন।
ডাউনলোড লিংক
◆Super Backup : SMS & Contacts
ডাউনলোড লিংক
◆Toucher Pro
মোবাইলের ভলিউম আর লক বাটন যারা ইতিমধ্যে প্রায় অকেজো করে ফেলেছেন তাদের জন্য এই সফটওয়্যার। যে সব এ্যাপ ফ্রিকোয়েন্টলি ব্যবহার করেন সেগুলোকে হাতের নাগালের মধ্যে রাখার জন্য এটি খুব ভাল একটি এ্যাপ।
ডাউনলোড লিংক
◆কবিতা সমগ্র - bangla
কবিতা প্রেমীরা এই এ্যাপটি নামাতে পারেন। যদিও এর ডেটাবেজ এখনো অতটা সমৃদ্ধ না তারপরেও আশা করা যায় অদূর ভবিষ্যতে এটি আরো সমৃদ্ধ হবে। এখানে প্রয়াত ইমন যুবায়ের ভাইয়ের অনুবাদ করা বেশ কিছু কবিতাও আছে।
ডাউনলোড
◆কয়েকটি সংবাদপত্রঃ
₪Bangladesh Pratidin
₪Natunbarta
₪Prothom Alo
₪Samakal
₪The Daily Ittefaq
₪The Daily Kalerkantho
আরো হয়ত কিছু কিছু এ্যাপ এর নাম দেয়া যেত যেমন এন্ড্রয়েড এসিস্ট্যান্ট, ব্যাটারি ডক্টর, ক্লিন মাস্টার, ইত্যাদি। এগুলোতে যতটা না আপনাকে হেল্প করবে তার চেয়ে ব্যাকগ্রাউন্ডে চালু থেকে ইন্টারনেট এর তত বেশি ক্ষতি করবে।
বিঃ দ্রঃ
আপনি সরাসরি পিসিতে এ্যাপ নামাতে পারবেন না। পিসি থেকে ইন্সটল ক্লিক করলে আপনার মোবাইল থেকে ডাউনলোড শুরু হবে (যদি মোবাইলে নেট থাকে)।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৬