বাংলাদেশে দোকানদার, নাপিত, দর্জিরা বুদ্ধিজীবী হইতে চায়। এদের সংগঠন এফবিছিছিআই। আবার প্যাদানি খাইলে এরাই পুলিশের এসআইকেও স্যার স্যার বলে (তত্ত্বাবধায়ক আমলে আবদুল আউয়াল মিন্টুর রিমান্ড-বক্তব্য দ্রষ্টব্য)।
এই ব্যবসায়ী মহল ব্যবসা বাদ দিয়া উর্দি শাসন চাইছিল সেই সময়ে।
এই ব্যবসায়ীরা...
এই আনিসুল হক মাঝে মাঝেই জ্ঞান দেওয়ার চেষ্টা করে হাসিনা-খালেদাকে।
দুদক এমনিতেই এখন ফোকলা দাঁতের অথর্ব হয়ে গেছে। আনিসুল হকের দাবী অনুযায়ী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করতে এফবিছিছিআইয়ের অনুমতি নিতে গেলে... চোরকারবারির বিরুদ্ধে মামলা করতে তো মাফিয়া নেতাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।
আনিসুল হক সাহেব অনেক হয়েছে... এবার থামুন। চেহারা এখনও যা আছে, টিভিতে ফিরে আসেন....