
“হেল্লো ফ্রেন্ডন্স, আমি ন্যাকা সম্রাজ্ঞী ঢংগী চুনমুন আপনাদের সাথে আছি।




চুনমুনঃ স্যার, ক্যামন আছেন?

মোস্তফা কালমালঃ জী অবশ্যই।

চুনমুনঃ আজকে আপনি কাকে সমর্থন করছেন?

মোস্তফা কালমালঃ আমি দুই দলকেই সমর্থন করছি তবে ওয়েষ্ট ইন্ডিজকে ফোকাসে রাখছি। ওদের খেলা আমার বেশী ভালো লাগে। তাছাড়া, কালো রং আমার এমনিই বেশী পছন্দ। আমার নিজের কালারও কাছাকাছি।

চুনমুনঃ ওয়াও, আচ্ছা স্যার, বাংলাদেশ দলে আপনার প্রিয় খেলোয়াড় কে?

মোস্তফা কালমালঃ সবাইকেই ভালো লাগে। তবে ক্রিস গেইলকে বেশী ভালো লাগে।

চুনমুনঃ কিন্তু ক্রিস গেইল তো বাংলাদেশের খেলোয়াড় না। আচ্ছা, আজকে বাংলাদেশে কার খেলা সবচেয়ে ভালো লেগেছে?

মোস্তফা কালমালঃ দেখুন, কে কোন দেশের খেলোয়াড় সেটা কোন ব্যাপার না, ভালো লাগাটাই আসল। আজকে বাংলাদেশে আমার সবচেয়ে ভালো লেগেছে আশরাফুলের ব্যাটিং।

চুনমুনঃ বাংলাদেশের সামনে এখন বিশাল রানের টার্গেট। সেই তুলনায় বল অনেক কম। ক্রিজে আশা হয়ে এখনো আছেন দলের শীর্ষ দুই ব্যাটসম্যান তামিম-মাহমুদুল্লাহ। তারা লড়ে যাচ্ছেন প্রানপণে। কি মনে হয়? কে জিতবে?

মোস্তফা কালমালঃ আমাদের আপাতত সেই ধরনের কোন পরিকল্পনা নেই। তবে মার্চে শ্রীলংকা সফরে পিকনিকে যাওয়ার ইচ্ছে আছে।

চুনমুনঃ স্যার বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনার আগামী ভাবনার কথাটা যদি জানাতেন?

মোস্তফা কালমালঃ আপাতত শেয়ার বাজার নিয়ে ভাবছি। বাংলাদেশ ক্রিকেট ছিল, আছে এবং থাকবে। এটা নিয়ে ভাবাভাবির কিছু দেখিনা।

চুনমুনঃ স্যার, আপনার মাথায় এনি প্রবলেম?

মোস্তফা কালমালঃ কি কইলি?


ডিয়ার ফ্রেন্ডস আমরা এতক্ষন কথা বলছিলাম মোস্তফা কালমালের সাথে। তার কথা থেকে জানা গেল, বাংলাদেশ ক্রিকেট নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। ক্রিকেটের পাশাপাশি শেয়ার বাজার নিয়ে তিনি আরো বেশী আশাবাদী। এখন আমরা মূল স্টুডিওতে রেগুলার ধারাভার্ষক “পাতাবাহার আলীর” কাছে ফিরে যাচ্ছি।

(পোষ্টটিকে কেউ ব্যক্তিগত রুচির উপর আঘাত হিসেবে নেবেন না দয়া করে। মুনমুন নামের হাড্ডিসার মডেলটি কারো কাছে প্রাণের চেয়েও বেশী প্রিয় হতে পারে।

[/sb
দৃষ্টি আকর্ষনঃ পোষ্টে লোক সমাগম ভালোই হচ্ছে। তবে যে আশা নিয়ে আসছেন তার অর্ধেকও পাচ্ছেন বলে মনে হচ্ছে না। আমি সেজন্য দুঃখিত। আমি কিন্তু ১৮+ ট্যাগ দেই নি পোষ্টে। আপনার আগেই বোঝা উচিত ছিল আপনে যেটা ভাবছেন আসলে ঘটনা তেমন কিছু না।





সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬