
অবশেষে প্রত্যাশিত অ্যালবামটি হাতে পেলাম তবে গানগুলো মন ভরাতে পারল না। অ্যালবামটির নাম “সমর্পন”। এখানে আর্টিষ্ট হিসেবে আছে বাংলাদেশের হার্ডরক জায়ান্ট “ওয়ারফেইজ”। এছাড়াও আছে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড মিউজিকের গুরু “অর্থহীন”। আর সাথে আছেন হাবীব ওয়াহিদ (সফটওয়্যার কোম্পানীর মালিক খ্যাক খ্যাক)।


ওয়ারফেইজ থাকা মানেই মাথা নষ্ট করা গীটার লীড, কিবোর্ড পিস আর ভোকালের রক্তহিম করা স্ক্রীম। আর অর্থহীন? সেখানে আছেন পৃথিবীর কিংবদন্তী বেস গিটারিষ্ট সুমন (বেসবাবা)। সুতরাং অ্যালবামটি দূ্র্দান্ত হওয়ার জন্য আর কিছু না থাকলেও চলবে। সেই সাথে ন্যাকামী দিয়ে আপুদের মন মাতানোর জন্য আছেন হাবীব ওয়াহিদ।


কিন্তু কথা এখানেই শেষ নয়। আমি এখন ইংলিশ গান শুনতে শুনতে বাংলা আন্ডারগ্রাউন্ডের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। বাংলাদেশে শিরোনামহীন আর আর্টসেল ছাড়া অন্যদের গান আমাকে আর টানতে পারেনা কেন জানি। তারপরও এই অ্যালবামটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কারণ এটি ছিল হাসন রাজা, আব্দুল আলীম ও লালন ফকিরের গানের আধুনিক সংস্করন। ওয়ারফেইজ, অর্থহীন এরা বাংলা ঐতিহ্যের গানগুলো কিভাবে গায় সেটা জানতে খুব ইচ্ছে করছিল।

এখানে গান আছে মোট ৭টি। হাবীব ওয়াহিদ গেয়েছেন একটি, আর বাকিরা ৩টি করে।
১. আরশি নগর – ওয়ারফেইজ ঃ http://www.mediafire.com/?tlpe9t6w7ocgen4
২. খাচার ভেতর অচিন পাখি – ওয়ারফেইজ ঃ
http://www.mediafire.com/?tlbdxq5iey52l3c
৩. জাত গেল – ওয়ারফেইজ ঃ http://www.mediafire.com/?psw51sad6ptk6im
৪. কেন পিরিতি – হাবীব ওয়াহিদ ঃ http://www.mediafire.com/?knhdai6kdnck79q
৫. লোকে বলে রে – অর্থহীন ঃ http://www.mediafire.com/?83flvmsgdmtnavb
৬. মাটিরও পিঞ্জিরা – অর্থহীন ঃ http://www.mediafire.com/?txhb9h7etk1vd92
৭. একদিন তোর হইবো রে – অর্থহীন ঃ http://www.mediafire.com/?lzaqwdn4bwln27a
আর পুরো অ্যালবামটি নামাতে চাইলে এখানে দেখুনঃ
http://www.mediafire.com/?8w367pu5zzdxxfy
কিংবা
http://www.mediafire.com/?lwoba0rs424hknl
তবে অ্যালবামের গানগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। “শূন্য” ব্যান্ড তাদের সদ্য রিলিজ পাওয়া অ্যালবামে “খাচার ভেওর অচিন পাখি” গানটি রিকেম করেছে। সেটাই বরং ভালো হয়েছে ওয়ারফেইজের চেয়ে। ওয়ারফেইজের কিংবদন্তী লীড গিটারিষ্ট “ইব্রাহীম কমল” এই অ্যালবামে (আমার জানা মতে) কাজ করতে পারেন নি অসুস্থতার কারণে। তিনি থাকলে হয়তো আরো কিছু দূর্দান্ত কাজ থাকত ওয়ারফেইজের গানে।

যাই হোক, নিজ দেশের ঐতিহ্যকে আমাদের দেশের প্রতিষ্ঠিত ব্যান্ডেরা তুলে ধরছে দেখে খুব ভাল লাগছে। সারা বিশ্ব জানুক আমাদের এই ঐতিহ্যকে। জানুক বাংলাদেশের ব্যান্ডদের গায়কী ক্ষমতা। ধন্যবাদ ওয়ারফেইজ, অর্থহীন আর হাবীব ওয়াহিদকে। আমার ব্যান্ড নিয়ে আমারও ইচ্ছে আছে ভবিষ্যতে এমন কিছু করার। তবে ইচ্ছের সবটুকু সত্যি হবে এমনটা ভাবার কোন কারণ নেই।
ভালো থাকুন সবাই। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। আল্লাহ হাফেয।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১১ রাত ৮:০৬