কিন্নরী মায়ের হাতের জিলাপি ছিল খুবই মিষ্টি
ফুচকা ও চটপটি খেয়েছি,যতখুসি তত
আনন্দের প্যাচাল
কষ্ট করে বরিশাল হতে আসা সার্থক হলো আমার। সামহোয়ারইন ব্লগ টিমের সবাইকে জানাইচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা।
দেখা হলো,শুভেচ্ছা বিনিময় হলো- আমার অনেক প্রিয় ব্লগারদের সাথে, যাদের লেখা দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। ভাবতাম- কিভাবে ওনরা এত সুন্দর করে লিখেন। কত নামকরা,জনপ্রিয় ব্লগার ওনারা।
বর্তমান ব্লগারদের সাথে পরিচিত হলাম। যারা খুবই ভালো লিখছেন।এত্ত এত্ত ভালো ও নামকরা ব্লগারদের মাঝে নিজকে খুবই ক্ষুদ্র লাগছিল।
সবার সাথে পরিচিত হবার সুজোগ করে দেবার জন্য সামু টিমকে আবার ধন্যবাদ। ইচ্ছে আছে অনেক ছবি দিয়ে- আর একদিন পোষ্ট দিব ।
বেদনার প্যাচাল
যাদের কাছ হতে আমরা স্বাধীনতা,স্বার্বভৌমত্ব,রাষ্ট্রীয় অখন্ডতা, ইসলাম ধর্ম,জাতীয়তাবাদ ইত্যাদি বিষয়ে মহামুল্যবান কথাবর্তা শুনতে পেতাম , তাদের কেউই ওখানে যান নি। তাদের কি যথাযথ ভাবে দাওয়াত দেওয়া হয়নি ? ওনাদের অনুপস্থিতিতে কিছুক্ষন পরপর,চোখের পানি আমার গালে গড়িয়ে পড়েছে
কেন আসলেন না আপনারা ? আমাদের হেদায়েদ করার / আপনাদের পথে আনার এই সুবর্ণ সুজোগ আপনারা কেন হারালেন ?
আপনারা কি মনে করেছিলেন- ঐ জিলাপি,চটপটি,ফুচকায় বিষ মিশানো আছে ?
অথবা আপনারা কি ভেবেছিলেন , আমরা আপনাদের গদাম দেব ?
সামুতে এক একজন তো বাঘের হুংকার দেন।
দেশ/ইসলামের অতন্দ্র প্রহরী সাজেন। কেন আসলেন না আপনারা ?
কেন কেন কেন ?????
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:১৭