না হয় ধরো বিয়েটা করেই ফেললাম, গলায় গামছা দিয়ে না হয় তোমরা জোড় করে দিয়েই দিলে। আমিও নাহয় তাকে হৈমন্তির রোমান্টিকতায় খানিকটা নায়োকিত ভাবে ভেবে নিতে চাইলাম, 'আমি তাহাকে পাইলাম'। কিন্তু চাইলেও ভাবনাটা ভাবনাতেই হারিয়ে যেতে পারে, অপূর্ণতার তৃষ্ণা নিয়ে কেটে যেতে পারে আজীবন, তাতে না হয় ক্ষতি নেই, এক জীবনে কি আর সব মানুষের তৃষ্ণা মেটে। কিন্তু ধর যদি তারপর একদিন পেয়েই যাই তৃষ্ণার জল, ধর যদি সে আমাকে খুঁজে পায় কোন পথের ভীড়ে, তবে? ধর যদি তখন আমি আমাতে আর না থকি, যদি হারিয়ে যাই ডুবে যাই সে জলে, তবে?
আমি নাহয় ডুবে গিয়ে মরেই যাবো, আমি না হয় হারিয়ে যাবো কথা না রাখার লজ্জায়, আমি যে কথা দিয়ে কথা রাখি। নাহয় হয়ত তৃষ্ণা নিয়েই চলে আসবো ফিরে, কিন্তু তবু তীব্র থেকে আরও তীব্র হবে তৃষ্ণা না মেটার ব্যবধান। আর সেই মানুষটা, আমায় ফিরে পেলেও পাবি কি আগের আমি? তখন যে আমি জলের ঠিকানা জানি।
এ পাপ আমায় করতে বলো না।
______________________________________________
বি: দ্র: ইহাও একটি ছোট গল্প, যার প্রথম অংশ এখানে Click This Link