ছেলে হোক মেয়ে হোক সবার জন্যেই চায় শিক্ষার আলো !!

আমার নতুন শিক্ষাকার্যক্রমে অনেক কিছুই পড়তে হচ্ছে ইদানিং ! অনেক দিন পরে সেই এইচএসসি এর পরে এই প্রথম একটু পড়ালেখা শুরু করেছি একটু আধটু

পপুলার বা জনপ্রিয় ব্যালাড বা গীতি-কাহিনীকাব্য যাকে অনেকেই ফোক বা ট্র্যাডিশনাল ব্যালাড বলে ডাকে । এই জিনিসটি অনেক জনপ্রিয় একটি অংশ সাহিত্যের অঙ্গনে ! এটি সাধারণত এক ধরণের গান যা অলিখিত অবস্থায় মানুষের মুখে মুখে বিস্তার লাভ করেছে এবং যার মধ্যে আছে কোন বিশেষ কাহিনী বা গল্প !
এটির উৎপত্তি সম্পর্কে তেমন কিছু জানা যায় না ! কেউ একজন হয়তো প্রচলন ঘটিয়েছিলেন কিন্তু তার নাম অঞ্জাত । এবং পরবর্তিতে অন্যান্য গায়কেরা তাদের পুর্ববর্তী গায়কদের কাছ থেকে মুখে মুখে গানের কথা ও সুর শিখে নিয়েছিলেন এবং সেই সঙ্গে নিজেরাও কিছু যোগ ও পরিবর্তন করেছিলেন তাই এর নানা রকম সংস্করণ পাওয়া যায় ।
পপুলার বা জনপ্রিয় ব্যালাড সাধারণত নাটকীয় এবং নৈর্ব্যাক্তিক হয়ে থাকে ! বর্ণনাকারী ঘটনার একটি চরম মুহুর্ত থেকে কাহিনী শুরু করেন এবং নানা কর্মকান্ড ও কথোপকথনের মাধ্যমে কাহিনী এগিয়ে যেতে থাকে ! নিজের মতামত । আবেগ অনুভুতি এবং চিন্তা চেতনা নিতি প্রকাশ করেন না !
ব্যালাডের সব চাইতে পরিচিত স্তবক বিন্যাস যা ব্যালাড স্ট্যাঞ্জা নামে পরিচিত এবং এটি হল চার লাইনের স্তবক যার মিল হয় দ্বিতীয় ও চতুর্থ লাইনে । উদাহরণ সরুপ 'স্যার প্যাট্রিক স্পেন্স ' এর প্রথম স্তবক দেওয়া হলো :
"The king sits in Dumferling towne,
Drinking the Blue-red wine
'O whar will I get a guid Sailor,
To sail this ship of mine ?"
অস্টাদশ শতক থেকে গবেষক-সংগ্রাহকরা বিপুল সংখ্যক ব্রিটিশ ব্যালাড সংকলিত করেছেন ।'স্যার প্যাট্রিক স্পেন্স ' এর কিছু এবং ফ্র্যান্সিস জে.চাইল্ড এর 'ইংলিশ & স্কটিশ পপুলার ব্যালাডস তাদের মধ্যে কয়েকটি উল্ল্যেখযোগ্য সংকলন বলে সর্বজন স্বীকৃত ।
আবার আর একটি শ্রেনী যাকে লিটারারী ব্যালাড বা সাহিত্যিক ব্যালাড হয় ,সেই গুলোও গীতধর্মী কাহিনী কাব্য যা একজন শিক্ষিত কবি পপুলার ব্যালাডের সুর ও প্রাণস্পন্দনের অনুকরণে সচেতনভাবে রচনা করেন ! এড় কিছু উল্ল্যেখযোগ্য উদাহরন হলো ...
কোলরিজ এর "রাইম অব দি এনশেন্ট ম্যারিনার " , স্কটের "প্রাইড মেইসি , এবং কীটস এর " লা বেলে ডেইম সান্`স মার্সি "
অনেক বিস্তারিত জানতে এখানে ঘুরে আসুন !
আর একটা প্রশ্ন : নিচের এই ফুলটার নাম কি বলতে পারবেন ???
ধন্যবাদ সবাইকে

১. ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৭ ০