দেখতে দেখতে সামহোয়্যার ইন ব্লগে কেটে গেল পুরো এক বছর। বাংলা ব্লগস্ফিয়ারের অন্যতম এই প্ল্যাটফরমে গত বছরের ঠিক এই দিনে শুরু হয়েছিল আমার পথ চলা। সামুতে অবশ্য আমার পাঠক হিসাবে পদচারনা শুরু হয় এরও মাস ছয়েক আগে। তখন আমি ছিলাম দেশের বাইরে। বিদেশ বিভূঁইয়ে অখন্ড অবসর কাটাতে অন্তর্জাল ছিল আমার অন্যতম মোক্ষম মাধ্যম। ফেসবুকের উপর বিরক্তি চলে আসায় লাইফের একঘেয়েমি আর ক্লান্তি দূর করতে এক সহকর্মীর পরামর্শে ব্লগে লেখালেখি শুরু করি শখের বসে। তখন সামুতে ক্যাচাল পোস্টে গালির হিড়িক আর নাস্তিকদের দৌরাত্ম্য দেখে ব্লগটি সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম নেয় মনে। তাই লেখালেখি শুরু করি ‘বদলে যাও বদলে দাও’ ব্লগে। অল্প দিনেই বেশ কিছু পোস্ট দেওয়া হয়ে যায় ওই ব্লগে। কিছুদিন পরেই আমার একটি পোস্ট ছাপা হয় প্রথম আলোর সম্পাদকীয় পাতায়। এতে বেশ উৎসাহ পেয়ে যাই লেখালেখিতে। কিন্তু পাঠক খরা আর ধীরগতির কারনে ওই ব্লগে লেখালেখির আগ্রহ হারিয়ে ফেলি। মাঝখানে কিছুদিন প্রথম আলো ব্লগেও লিখি। কিন্তু ততদিনে সামুর জাতটা চেনা হয়ে যায় আমার। এ কারনে সামুর তদানীন্তন গালিবাজ আর নাস্তিকদের অভিসম্পাত দিতে ইচ্ছে করে যাদের কারনে সামুতে আমার ডিলেইড বার্থ হয়।
সিরিয়াস লেখা দিয়ে আমার ব্লগিং এর শুরু হলেও এক সময় ঝুঁকে পড়ি ভ্রমণ পোস্টের দিকে। এ বিষয়ে যাবতীয় রসদ জুগিয়েছে আমার এক বছরের প্রবাস জীবন। সামু ব্লগের কল্যাণে বিগত এক বছরে অনেক অজানা বিষয়ে নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়েছে, লেখালেখির বিভিন্ন শাখা -প্রশাখায় পদচারনা ঘটেছে , ভার্চুয়াল পরিচয় হয়েছেএক ঝাঁক গুণী ব্লগারের সাথে । এ সব গুণী ব্লগারদের পোস্ট পড়ে ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি আমি। সামুতে নোটিফিকেশন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ব্লগে পারস্পরিক মিথস্ক্রিয়ার দারুন এক সুযোগ তৈরি হয়েছে এখন। এ জন্য ব্লগ কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ।
আমি মনে করি ব্লগে লেখালেখি করলে নিজের আত্মবিশ্বাস ও সচেতনতা বাড়ে, বিবেকবোধ জাগ্রত হয়, দৃষ্টিভঙ্গি হয় উন্নত ও শানিত । দেশপ্রেমের চেতনা হৃদয়ে লালন ও সমাজের তৃণমূল পর্যায়ের অসঙ্গতি সমূহ চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে বাংলা ব্লগসমূহ অনবদ্য ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন ইস্যুতে ভার্চুয়াল যুদ্ধের পাশাপাশি ব্লগারদের সংঘবদ্ধভাবে সোচ্চার হওয়ার উদাহরণ সৃষ্টি হওয়ার কারনে বর্তমানে মূল ধারার মিডিয়ার শক্তিশালী বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে বাংলা ব্লগ সমূহ। এ ক্ষেত্রে সামহোয়্যার ইন ব্লগ রয়েছে সবচেয়ে এগিয়ে , যাকে বলে একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।
সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তথা সমাজের নানাবিধ অসঙ্গতি নিয়ে ব্যক্তিগত ধ্যান ধারনা আর মতামতসমূহ লেখালেখির উপজীব্য হবে – এহেন ভাবনা থেকেই ব্লগার হিসাবে আমার আত্ম প্রকাশ। কিন্তু সামুতে এসে মনে হয় কিছুটা লক্ষ্য বিচ্যুতি ঘটেছে আমার। যখনই চিন্তা ভাবনা শুরু করলাম আবার ফিরে যাব মূল লক্ষ্যে, অমনিই ভোজবাজির মত এসে হাজির ৫৭ ধারা। তাই ইদানিং ব্লগে লেখালেখি নিয়ে নিজেই যুদ্ধ করছি নিজের সাথে। ভবিষ্যতে স্বরূপে ফেরার আশা রাখি, যদিও জানি সিরিয়াসধর্মী লেখার পাঠক প্রিয়তা কম। প্রমান এখানে
কিন্তু আমি জানি লক্ষ্য স্থির করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে পারলে একদিন ঠিকই পোঁছে যেতে পারব অভীষ্ট লক্ষ্যে ।এক বছর খুব কম সময়, তাই এ সামান্য সময়ে ব্লগিংয়ে নিজের সাফল্য ব্যর্থতার ব্যবচ্ছেদ করাটা বোধ হয় সমীচীন হবেনা। ( ব্লগারের আবার সাফল্য ব্যর্থতা কি ? ! )
ব্লগার হিসাবে আমার বর্ষ পূর্তিতে সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার, পাঠক, মডারেটর আর কলা কুশলীদের জানাই আন্তরিক মোবারকবাদ। আর কৃতজ্ঞতা জানাই সে সকল ব্লগারদের যারা আন্তরিক মন্তব্য দিয়ে আমাকে প্রতিনিয়ত উৎসাহ, অনুপ্রারনা দিয়ে যাচ্ছেন, যারা আমাকে অনুসরণে নিয়েছেন, সর্বোপরি যারা নিরবে আমার লেখা পড়ছেন। আমি আশা করব ভবিষ্যতে আমার লেখায় অনেক সমালোচক পাব যাদের গঠনমূলক মন্তব্য থেকে শিক্ষা নিয়ে আমার পথ চলা হবে আরও সুগম, আরও মসৃণ। পরিশেষে আমার বর্ষপূর্তির এ মহেন্দ্রক্ষনে আশা করব সামু ব্লগ যেন সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে বরাবরের মতই অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকে; প্রিয় ব্লগটির আঙ্গিনা যেন থাকে দলকানা রাজনৈতিক লেজুড়বৃত্তিমূলক দৃষ্টিভঙ্গির কালিমা মুক্ত । হ্যাপি ব্লগিং এভরিবডি …………………।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫