বাঁধ ভাঙার আওয়াজ ব্লগের বিভিন্ন ধরণের লিখাগুলো কয়েকদিন ধরেই পড়ছি, ভালোও লাগছে। আমি তো আর সবার মতো লেখক না যে কিছু লিখবো, না আছে ভাষার জ্ঞান, কিন্তু মন্তব্য তো করতে পারি। নিয়ম কানুন পড়ে যা বুঝলাম, কিছু না লিখলে মন্তব্যও করা যাবে না। অবস্থাদৃষ্টে মণে হচ্ছিল, কারো কাছে থেকে কিছু ধার করার কোন ব্যবস্থা করা যায় কি না?
তার সূত্র ধরেই কয়দিন আগে মাষ্টার (ফাহমিদুল হক) কে জিজ্ঞাসা করেছিলাম, কি করা যায় বলতো? কোন আশাই পেলাম না, যখন বলল, চেষ্টা কর। চেষ্টাই যদি করি, তাহলে তোকে আর মেইল করলাম কেন? আজকের চেষ্টাটি কয়েকদিনের সাহস সঞ্চয়ের ফল। এখানে আবার দেখলাম, অখাদ্য লিখলে আবার গালাগালিও খেতে হয়। আমাকে কিন্তু বেশি গালি দিয়েন না, শুধুমাত্র মন্তব্যগুলো করার লোভ সামলাতে পারছিনা বলেই..