দেশের ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ করার ব্যাপারটা একটু বাড়াবাড়িই মনে হল। এর পরিবর্তে আর্থিক জরিমানাও তো করা যেত! আর একটা বিষয় আমার কাছে ক্লিয়ার না সেটা হচ্ছে আকরাম খানকে কেন ফ্রি ফ্রি ছেড়ে দিল??? সাকিবকে তো মৌখিক ছাড়পত্র সেই দিয়েছিল নাকি! ভিতরে কি যে চলতেসে আল্লাহ-ই ভাল জানেন। তাছাড়া সকালে একটা নিউজ দেখলাম সাকিব নাকি তার গাড়ি নিয়ে কি না কি বলছে! এটার বিশ্বাসযোগ্যতা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
গতকাল শাহজালাল বিমানবন্দরে সাকিবের মিডিয়ায় দেয়া সাক্ষাৎকার শোনে মনে হয়েছে তারও যথেষ্ট দোষ রয়েছে। কারণ এক পর্যায়ে সে বলেছে 'ঘরে সন্তান বাবার সাথে রাগ করে বলতেই পারে আমি ভাত খাব না। এটা তো স্বাভাবিক' এই টাইপ কথাবার্তা। তার মানে সে তার দোষ স্বীকার করে নিল। এজন্য আমি অন্তত মনে করি তার তখনই উচিত ছিল মিডিয়ার মাধ্যমে সরি বলে ব্যাপারটা খোলাসা করে ফেলা।
আর আজকের মিটিংয়ে আসলে কি হয়েছে বা পাপনের সাথে তার কি পার্সোনাল কথাবার্তা হয়েছে সেটা তারাই ভাল জানে। তবে এখানে যে এক ধরনের ষড়যন্ত্র চলছে তথা শাক দিয়ে মাছ ঢাকার পরিকল্পনা চলছে তাও কিন্তু পরিষ্কার।
শেষ কথা হচ্ছে দেশের ক্রিকেটকে তার সার্ভিস দেয়ার সময় কেবল ভালভাবে শুরু। সো তার উচিত একটু বুঝেশুনে কথাবার্তা বলা আর বিসিবিরও ভুঁড়িওয়ালাদেরও উচিত মাথায় একটু ঘিলু রেখে ডিসিশান দেয়া। শাস্তি হিসেবে বিসিবির উচিত ছিল তার থেকে আরও সার্ভিস আদায় করে নেয়া, বন্ধ করার বন্দোবস্ত করা নয়। যেখানে আরও ৬ মাস পর আইসিসি ওয়ার্ল্ডকাপ!! আমি থাকলে তো শাস্তি হিসেবে সাকিব্বারে ৫ বছরের জন্য অনূর্ধ্ব ১৯ টিমের মেন্টর বানিয়ে দিয়ে বলতাম আগামী অনূর্ধ্ব ১৯ ওয়ার্ল্ডকাপে যদি শিরোপাটা এনে দিতা না পার তাইলে তোমার টেংরি ভাঙ্গুম পোলা


সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৭