তোমারে দেখিছি মাটি চেরা বীজের ভিতর
অগ্নি-উদ্গত পাহাড়ের ছাইয়ে, পলায়ন পশু
কিভাবে ঢুকে পড়ে কৃষিজমি, জন-জনপদে;
ভয়ের লকলকে শিখা স্নায়ুতে মেখে ফিরে যায়
আরামের নরম মেদটুকু ঝরে গেলে অতঃ-পর
উঠে যায় তোমার শিখর দেশ পাথুরে গায়ে
নুনের ক্ষার চেটে নেয় জীবনের জিভ ----
তবুও কি খুঁজে পায় দেহবীজ,দেহের অপার;
আকাঙ্খার ধীবর জাল পাতে অনঙ্গের গাঙে
কষের ক্ষরণ কান্ডে নিয়ে বায়ুতে পাতা নাড়ে গাছ
বিষের থলি মাথায় নিয়ে সঙ্গ লাগায় জোড়া সাপ
সন্ধ্যার শিশু আমি ভেঙে ফেলি বালির জাহাজ
তোমার বিষের ক্ষরণ হতে চাটি আত্মচরিত স্বাদ
জীবনের তসবিতে জপি তোমায় --- হায়াত! হায়াত!
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮