সময়টাকে খুব ধরে রাখতে ইচ্ছা করে। আচ্ছা সময় আর মূহুর্ত কি এক? যে মূহুর্তে পৃথিবীতে এসেছিলাম। একটু একটু করে সময় চলে যাচ্ছে আর আমাদের বয়স বেড়ে যাচ্ছে। আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।
আজ অনেকদিন পরে হঠাত করে দেখলাম আমার ব্লগিং এর বয়স ১বছর ১মাস

এত দ্রুত ১ বছর হয়ে গেল?

ব্লগারদের বর্ষপূর্তি পোষ্টে মন্তব্য করতাম আর ভাবতাম আমার বর্ষপূর্তি কবে হবে?

পেছনের দিনগুলি মনে পড়ে গেল। আমার এক বন্ধুর কাছ থেকে প্রথম সামুর লিংক পেলাম। তখন ও আমি ভাল করে জানিনা--- ব্লগিং কি?
কি ভাবে ব্লগিং করে।
লেখা শুরু করার পরে মনে হত কবে আমার লেখা প্রথম পাতায় আসবে? যেদিন প্রথম পাতায় লেখা এল-- উফ্ সে কি অনুভূতি.....................
এই ১ বছরে অনেক ব্লগার বন্ধুদের সহযোগীতা না পেলে এত পথ পাড়ি দেয়া সম্ভব হতনা। তাই সবার প্রতি শুভ কামনা রইল
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১০ বিকাল ৪:৩৯