★অপন্যাস! এইসব অপন্যাস।
কোনভাবেই উপন্যাসের সংজ্ঞায় যায় না। বড়জোর
"ছোট গল্প" বলা যায়।
হ্যা হুমায়ুন আহমেদের কথাই বলছি।
"হুমায়ূন আহমেদ একজন নাস্তিক। উনি তার
মেয়ের বান্ধবীকে বিয়ে করার মত জঘন্য
কাজ কুরেছেন।"
এ দুই হ্যানতেন মন্তব্য নিয়ে আজ কিছু লিখব না।
লজ্জা লাগে। নিজেদের নামের আগে-পিছে কবি নাম দিয়ে,
বড় বড় সাহিত্য গ্রুপে এডমিন হয়ে,
নিজেদের নামে ফেইসবুকে পেজ খুলে, বিভিন্ন ব্লগে
"দুকলম" লিখে নামের পূর্বে
ব্লগার বিশেষণ বসিয়ে, বিভিন্ন পত্রিকায়
সাহিত্যপাতায় ঘষামাজা করিয়ে, এক কথায় নিজেকে
বহুত বড় একজন সাহিত্যিক মনে করে
হুমায়ুন আহমেদ সম্পর্কে দু'লাইন সমালোচনা
করে নিজেকে একজন বড় মাপের
"সাহিত্যিক!" হিসেবে জাহির করেন।
অথচ যদি বলি, একটা "নন্দিত নরকে"
লিখে দেখান তো?
শঙ্খনীল কারাগার? পারবেন না।
"আমার আছে জল" "এইসব দিনরাত্রি"
"আগুনের পরশমণি" "শ্যামল ছায়া" "জোছনা ও জননীর গল্প" "দেয়াল" ইত্যাদি ইত্যাদি সব বাংলা
সাহিত্যে প্রত্যেকে যার যার মত করে যায়গা করে নিয়েছে।
একটি বইয়ের খুঁজ দেন তো,
একুশে বই মেলায় যে বই গ্রাহকরা লাইন
ধরে কিনেছেন!
মেলা চলাকালীন একটি বই সাতবার
মুদ্রন করেও প্রকাশনা সংস্থা সামাল দিতে
হিমশিম খেয়েছে এমন একটি বইয়ের নাম বলুন?
চলচ্চিত্রের কথা বললে "আগুনের পরশমণি"
"শ্রাবণ মেঘের দিন" ও "দুই দুয়ারী" এদের কথা
বাদ দিলাম কিন্থু একটা #দারুচিনি_দ্বীপ"
বানিয়ে দেখাতে পারবেন?
আজ তার প্রয়াণ দিবস। ভালো থাকুক সে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭