ছোবহে সাদিকের নীরবতা ভেদ করে যে জাতি বাঁশ হাতে বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে যায়, তারা পরাজিত হয় না।
তুর্কিরা প্রমাণ করলো ওদের চোখ ঘুমালেও কান ঘুমায় না, দুর্যোগের আওয়াজ ঠিকই পৌঁছে।
আমাদের?
#তোমরা যারা লক্ষণ সেনের পাছায় বখতিয়ারি গেন্থির বিষে জর্জরিত, তাদের জন্য আজকের দিনটা বড়ই বিষুয়া! আপাতত পাছা-দোলানো বন্ধ করলেও তোমরা বসে থাকবে না জানি। গতরাত্রে আবারো লক্ষণ সেনের ছানাপোনাদের তাফালিং দেখতে হয়েছে, তোমাদের পুটকী কোন বোঁটায় বাঁধা তা আবারো প্রমাণ করলে হে কুকর্মীপাল।
চিন্তা করো না, সতেরো-সোয়ার আবারো জোগাড় হচ্ছে!
ফেইসবুকে আমার প্রিয় একজন কবি এভাবেই উল্লাস করেছিলেন।
প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান টেলিভিশনে এক ভাষণে কড়া ভাষায় হুশিয়ারি দিয়েছেন।তিনি বলেছেন তার সরকারকে হটিয়ে দেয়ার জন্য যে অভ্যুত্থান হয়েছে তা রাষ্ট্রদ্রোহিতা।তিনি বলেছেন, সেনাবাহিনীতে আগাছা উৎপাটনের সময় এসেছে।তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে জানিয়েছেন, সেখানে গত রাতের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। জেনারেল উমিট ডানডার জানান, এই অভ্যুত্থানে চেষ্টায় জড়িত একশো চারজন নিহত হয়েছেন।
তুরস্কে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর এক রিয়ার অ্যাডমিরালকে বন্দি করে হ্যাতকড়া পরাচ্ছে পুলিশ-
আত্মসমর্পণকারী এক সেনা সদস্যকে ধরে নিচ্ছে পুলিশ -
অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর সেনা সদস্যদের নামানো সাঁজোয়া যানের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ
বিদ্রোহী সেনাসদস্যদের নামানো ট্যাংকে এখন উল্লসিত সরকার সমর্থকরা
বিদ্রোহী সেনাসদস্যদের নামানো ট্যাংকে এখন উল্লসিত সরকার সমর্থকরা
আত্মসমর্পণ করছেন বিদ্রোহী এক সেনা সদস্য
অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর ট্যাংক ঘিরে উল্লসিত জনতা
অবকাশ থেকে ফিরে ইস্তানবুল বিমানবন্দরে সমর্থক পরিবেষ্টিত তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান
অবকাশ থেকে ফিরে ইস্তানবুল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি তায়িপ এরদোগান
সেনা সদস্যদের গণদোলাই
ছবি সংগ্রহ _রয়টার্স
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৪১