ঘটনা ১ঃ
লোকটি ছটফট করছে। মনে হচ্ছে বাহির হবে । কিন্তু পিছনে আরেকজন নামাজে থাকায় সে বাহির হতে পারছেনা।
টিক এই সময় তারও পিছন থেকে একজন লোকটির হাতে একটি ঘড়ি ধরে দিয়ে বলল এইটা ঈমাম সাবের কাছে দাও ওযুখানায় পাওয়া গেছে।
লোকটি বলল এইটা আমার ঘড়ি, আমি যাওয়ার চেষ্টা করছিলাম এইটা আনার জন্য। সবাই অবাক হল...
ঘটনা ২ঃ
আজ শুক্রবার। যদি শুধু শুক্রবার হত তাহলে কোন কথা ছিল না। কিন্তু আজ রমজান মাসের দ্বিতীয় শুক্রবার ।
লোক ভর্তি মসজিদ। খুৎবা শেষ,সবাই নামাজের জন্য দাড়িয়ে গেছে। কিন্তু অন্তত দুশত লোকের জায়গা নেই। তিন তলা ভর্তি লোক, এখন উপায়।
আমরা কজন আরো উপরে উটলাম দেখলাম কোথাও যদি একটুখানি জায়গা পাই তবে নামাজটা পড়তে পারতাম। হতাশ হতে হলো। ছাদের যে দরজা ছিল তা বন্ধ। ছিড়িতে পড়তে পারতাম।
কিন্তু এত লোকের কি হবে। দরজার তালাতে একটু খানি নাড়া দিতেই দরজার তালা খোলে গেলো। হৈ হৈ করে সব ছাঁদে। এদিকে ঈমাম সাহেবের রুকুতে যাওয়ার উপক্রম। ছাঁদে প্রচণ্ড ময়লা। কি করতে হবে?
হ্যাঁ! কার্পেটের জোগাড় করতে হবে। একটু খুজ নিয়ে দেখলাম মসজিদের যে মিনার আছে তার ছিড়ির উপর কার্পেট রাখা কিন্তু বিপত্তি এইখানেও ছিড়িতে গ্রিল দিয়ে বন্ধ করা মানে তালা মারা। আনতে হলে এই ছিড়ি টপকে আনতে হবে। ব্যাস! যেই কথা সেই কাজ। অনেক কষ্টে আনলাম এবং অন্তত দুশত লোকের নামাজের ব্যবস্থা করলাম।
ঘটনা ৩ঃ
আম্বরখানা থেকে জিন্দাবাজার যাবো,ভাবলাম হেঁটেই যাই। জিন্দাবাজার পয়েন্টে আসা মাত্রই ফোন এলো, দেখলাম 'মা' ফোন দিয়েছেন। পয়েন্টে রাস্তার পাঁশে দাঁড়িয়ে ফোন করছিলাম।
হঠাৎ দেখি একজন রিক্সাওয়ালা ভাই আমার ঠিক সামনে এসে দাড়িয়েছে। আমি দেখলাম লোকটি হাতে কিছু একটা নিয়ে নড়াচড়া করতেছে। ভালো করে দেখলাম একি লোকটির হাতে একটি পেন্ড্রাইপ, আরো দেখি এটা আমার পেন্ড্রাইপ।
আমি তাড়াতাড়ি ফোন রেখে দিয়ে আমার পকেটে হাত দিয়ে দেখি সত্যি তো পকেটে পেন্ড্রাইপ টি নেই। উনাকে বললাম,
আঃ ভাই এটা কোথায় পেয়েছেন?
ড্রাঃ এই তো রাস্তায়.. হিহি!
আঃ আপনি কি জানেন এটা কি?
ড্রাঃ না..
আঃ এটা আমার ভাই। রাস্তায় মনে হয় পড়ে গেছে... আমি আপনাকে ২০ টাকা দিচ্ছি কিছু নাস্তা করে নিবেন আর আমার টা আমাকে দিয়ে দেন।
ড্রাঃ আমি এটা দিয়ে কি করব? আপনারটা আপনিই নিয়ে নেন। কোন টাকা দেওয়া লাগবেনা।
বলে লোকটা চলে গেলো।
ঘটনা ৪ঃ
প্রচন্ড জ্যাম। ট্রাফিক নাই বলে ৩ দিক দিয়ে গাড়ি এসে সেইরকম অবস্থার সৃষ্টি হয়েছে। হঠাৎ দেখি দুজন লোক (বয়স ২০/২২ হবে) গাড়ি থেকে নেমে এসে ট্র্যাফিক পুলিশের মত মাত্র ১০ মিনিটে সব আগের মত করে দিল। অবাক হলাম।
কিছু কথাঃ আমরা উন্নত দেশ গুলোর দিকে থাকাই আর বলি ইস! আমরাও যদি এমন হতাম!!
কিন্তু কেউ নিজেকে, নিজের মনমানসিকতাকে পরিবর্তন করতে চাইনা। আমরা পরিবর্তন হলে তবেই না দেশের পরিবর্তন হবে, এ সমাজের পরিবর্তন হবে। আমি যদি আমার সামনে পড়ে থাকা সমস্যাকে পরিবর্তন না করি তবে কে করবে?
নোটঃ আমি জানি আমার লেখায় অনেক ভুল আছে। প্লীজ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জানাবেন কোথায় ভুল হয়েছে। ধন্যবাদ...
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ ভোর ৪:১০