বাণী চিরন্তনীঃ২- "যে পূর্নবয়ষ্ক যুবক বলে বেড়ায় যে- সে জীবনে কোনো দিন সিগারেটে একটা টানও দেয়নি। তাহলে মনে রাখবেন সে যুবক সিগারেটের চেয়ে বড় কিছু খায়...!!!"
বাণী চিরন্তনীঃ৩- "যৌবনে যারা বেশি পাপ করে, শেষ বয়সে তারাই বেশি ধর্ম কর্ম করে, কারন নরকে যাওয়ার ভয় তাদেরই বেশি থাকে...!!!"
বি.দ্র.- ("পাপ"= ঘুষ, দুর্ণীতি, মানুষের ক্ষতি & সকল প্রকার দু নম্বরি)
বাণী চিরন্তনীঃ৪-"যারা সৎ তারা সুযোগের অভাবে সৎ!!!"
বি.দ্র.-On behalf of Honorable "Latif Sir".
বাণী চিরন্তনীঃ৫- "যারা বিয়ে করে তারা নিজেদের স্বাধীনতা বিসর্জন দেয় এবং অন্যের (স্বামীর/স্ত্রীর) স্বাধীনতায় হস্তক্ষেপ করে!!!"
বাণী চিরন্তনীঃ৬- "মন খুলে হাসলে- পৃথিবীর প্রতিটি মানুষকেই অসম্ভব সুন্দর দেখায়..."
বাণী চিরন্তনীঃ৭- "এ যুগের যে কোনো ধর্মের একজন কট্টর ধার্মিক মনে করেন যে তার ধর্মই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আর বাকী সব ভুয়া, অথচ সে ভুলে যায় -সে যে ধর্ম নিয়ে অহংকার করে সেটা সে জন্মসূত্রে প্রাপ্ত !!!"
বি.দ্র.- (Exceptional is not an Example. এবং আমার বিশ্বাস - একজন কট্টর ইসলামবাদী হিন্দু পরিবারে জন্মালে সে একজন কট্টর হিন্দুবাদী হতো এবং একই ভাবে এর উল্টোটাও হতো।)
বাণী চিরন্তনীঃ৮- "মহাপুরুষ তিনিই যিনি তাঁর ভিতরের ছয়টি রিপু (কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য) কে দমন করতে পারেন..."
বাণী চিরন্তনীঃ৯- "নির্জনতা-একাকিত্ব আর অন্ধকার কখনো সখনো আমাদের ভিতরের সুপ্ত পশুত্বকে জাগিয়ে তোলে..."
বি.দ্র.- ইহা নারী পুরুষ সকলের ক্ষেত্রে প্রযোজ্য...
বাণী চিরন্তনীঃ১০- "সাধারনত যে সকল কারনে মানুষ ধর্মকর্ম করে তা হল-
১। অপার্থিব সুখ লাভের জন্য (স্বর্গের হুর পরীদের সান্নিধ্য পাওয়ার আশা)
২। পাপ মোচনের জন্য (সপ্তাহের ৬ দিন পাপ করে ১ দিন মসজিদ, মন্দির বা গির্জায় যাওয়া)
৩। রাজনীতি করার জন্য (ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোই এর সাক্ষী)
৪। ব্যাবসা করার জন্য (ধর্মের টাইটেল ব্যবহার করে ব্যাংক-হাসপাতাল কিংবা অন্যান্য ব্যাবস প্রতিষ্ঠাণ খোলা)
৫। আয় রোজগারের জন্য (দয়াল বাবা, পীর বাবা, গাজা বাবা, বাবা ঠাকুর, পুরুত ঠাকুর.....)"। ইত্যাদি ইত্যাদি......
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৫