প্রত্যেকটা পাপের এবং অন্যায়ের কিছুটা কম/বেশি শাস্তি এই দুনিয়াতেই মানুষ পায়! অনেকে বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু আমি করি... এবং দেখেছি অনেক! আবার বিশেষ করে বাবা/ মা’কে দেয়া কষ্টের শাস্তি যে কতটা ভোগায় তা দেখছি! আমার খুব কাছের একজন জীবিত থাকা অবস্থায় তার মা’কে এত কষ্ট দিয়েছে যে - মৃত্যুর আগে সেই মা শুধু বলেছিল- আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে! মা - বাবা ছেলে/মেয়েকে অভিশাপ দেয় না কিন্তু তাদের একটু উফ্ এই শব্দটাই যথেষ্ট শাস্তির জন্য! আজ সেই ছেলেকে দেখছি তিলে তিলে কি পরিমান কষ্ট সে ভোগ করছে- শারীরিক ও মানসিক ভাবে! তার দুরবস্থা দেখে মায়া হচ্ছে এখন কিন্তু যখন সে জালিম রুপে ছিল- তখন শুধু মনে মনে বলেছিলাম- শাস্তি তুমি এই দুনিয়াতেই পাবে!
>> বাবা-মা’কে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন! ( যদিও আমি নিজেই খারাপ! আমি বখে যাওয়া মেয়ে না কিন্তু আমি কথা না শোনাদের দলে, আমার দ্বারাও আমার মামনি/ বাপি কষ্ট পায় কিন্তু আমি সেই ভুলটাকে বা অন্যায়টাকে বুঝতে পারলে ক্ষমা প্রার্থনা করি তাদের ও আল্লাহ্র কাছে! )
>> যে কোন অন্যায় বা পাপ করার আগে ভাবুন, উপরে একজন কিন্তু সব-ই দেখছে, যিনি প্রতিটি অন্যায়ের / পাপের বিচার করবেন! ( আমার দ্বারাও হয়ত অনেক অন্যায় বা পাপ কাজ হয়ে থাকতে পারে তবে আমি সেটা বুঝতে পারলে তওবা পড়ে আল্লাহ্র কাছে ক্ষমা চাই এবং সেই পথ থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ্র কাছে সাহায্য চাই, এর বাইরেও আমি তুলসি পাতায় ধোওয়া নয়! )