আপনি কি নিম্ন মধ্যবিত্ত?? জানেন কি ভয়াবহ কষ্ট বুকে নিয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যায় কত সম্ভাবনাময় প্রাণ??? একটি একটি দিন যায়, কষ্টের একটি একটি নতুন অধ্যায়......
দেখুন,আশা করি কিছুটা অনুভব করতে পারবেন ওদের দুঃসহ কষ্টের সামান্য কিছুটা।।
মধ্যবিত্তের অভিশপ্ত জীবন
বাবার চশমার ডাঁটিটা ভেঙ্গে গেছে......
জোড়া লাগাতে হবে।।
মা আর ঐ নীল ফুলওয়ালা শাড়িটা পড়তে পারেন না,
অনেকখানি ছিড়ে গেছে।।
নীলাটা একা একা বিছানায় শুয়ে কাঁদে,
বিয়ে হচ্ছে না...ধাড়ি,আইবুড়ো আরো কত বিশেষণ তার কাঁধে!!!!!
ছোট বোনটা ফতুয়া কেনার টাকা চাইতে এসেছিল,
আমার কাছে!!!??? হাহ...ঝাড়ি মেরে তাড়িয়েছি।।
আমি এক হতচ্ছাড়া......মায়ের ভাষায়,
মুখপোড়া,ছন্নছাড়া!!!
২৬ বছরের দেহ ও মন নিয়ে রাস্তায় ঘুরি।।
বাবার চশমার ভাঙ্গা দাটি,মায়ের ছেড়া শাড়ি আমাকে,
তিলে তিলে খেয়ে ফেলে।
দায়গ্রস্ত আমি।।
সামান্য একটি ফতুয়াও আমার দুঃস্বপ্নে হানা দেয়...
ধুর,ইন্টারভিউর আগে এসব কি চিন্তা??!!
আলতোভাবে টিস্যু দিয়ে অশ্রুফোটাটা মুছলাম।।
এইবার চাকরিটা নিশ্চয়ই হবে!!!!!
এভাবেই হয়ত বাস্তবতার দেয়ালে মাথা ঠুকে মরে হাজার প্রানের স্বপ্ন।।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৩৪