বাংলাদেশে সিনেমার পোস্টার ওয়েব জগতে পাওয়া যায় না। সিনেমা নির্মাতারা এতটা প্রফেশনাল এখনো হয়ে উঠতে পারেন নি। দেশি সিনেমা নিয়ে লিখতে গেলে এই পোস্টারের সংকটে পড়তে হয় ব্যাপক মাত্রায়। তাই চেষ্টা করি - সিনেমা দেখতে যাওয়ার সময় ক্যামেরা নিয়ে যেতে - অন্তত: সিনেমার পোস্টারের ছবি তোলা যায়।
সাম্প্রতিক সময়ে কিছু সিনেমা দেখতে গিয়ে পোস্টারের ছবি তুলেছি। এই সিনেমার কয়েকটা নিয়ে রিভিউ-ও লিখেছিলাম। এই পোস্টারগুলো এবং রিভিউ (যদি থাকে) নিয়ে এই পোস্ট।
বাংলাদেশী সিনেমা সম্পর্কে আমার বিশ্বাস -
= আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন =
সিনেমার নাম: ঘেটুপুত্র কমলা
পরিচালক: হুমায়ূন আহমেদ
রিভিউ: এখানে
সিনেমার নাম: বাংলার ডন
পরিচালক: মোস্তাফিজুর রহমান বাবু
রিভিউ: নেই
সিনেমার নাম: খোদার পরে মা
পরিচালক: শাহীন সুমন
রিভিউ: নেই
সিনেমার নাম: মাই নেম ইজ সুলতান
পরিচালক: এফ আই মানিক
রিভিউ: নেই
সিনেমার নাম: মোস্ট ওয়েলকাম
পরিচালক: অনন্য মামুন
রিভিউ : নেই
সিনেমার নাম: জীবনে তুমি মরনে তুমি
পরিচালক: অপূর্ব রানা
রিভিউ: এখানে
দেখতে পারেন:
বাংলাদেশী সিনেমা নিয়ে আমার যত পোস্ট
ফেসবুকে দারাশিকো'র ব্লগের সাথে থাকুন