প্রথম বিস্ফোরণ, এক মহাবিস্ময়,
তেমনি জন্ম নিল আমাদের পরিচয়।
মহাকর্ষ যেমন টানে গ্রহ-নক্ষত্র,
তুমিও আমায় টানো অন্তহীন শক্ত।
তোমার ছোঁয়া নক্ষত্রের আলো,
সুপারনোভার দীপ্তি যেন চলো।
ব্ল্যাক হোলের টানে হারাই আমি,
তোমার প্রেমে ডুবে থাকি অনন্ত ক্ষণভাগী।
আমার ডিএনএর প্রতিটি সুতোয়,
তোমার নাম লেখা সময়ের হাতছোঁয়ায়।
পরমাণুর মাঝে ছড়িয়ে আছো তুমি,
বিধাতার হাতে আঁকা এক অমর রহস্যময়ী মায়াবী দেবী তুমি।
Eros এর তীর বিদ্ধ করেছিল প্রাণ,
অন্তহীন শূন্যেও গাই আমি তোমার গান।
Orpheus যেমন নেমেছিল আঁধারে,
তোমার জন্য আমিও যাব যে যমতীরে।
তোমার প্রেম , চাঁদের টানে সাগরের ঢেউ,
ধূমকেতুর মত ছুটে চলা এক নেশাময় ঢেউ।
আমরা দুই তারার আলোর রেখা,
অন্তহীন মহাবিশ্বে জ্বলবো একসাথে একলা।
১. ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২৫ ০