©কাজী ফাতেমা ছবি
আম্র বৃক্ষের উঁচু ডালে- বেঁধে প্রেমের রশি
ভালবাসার পিঁড়ি পেতে-চলো গিয়ে বসি।
তুমি আমি দুলি দোলনায়-হাওয়ায় হাওয়ায় উড়ে
পাশে ঘেঁষে বসে তুমি-আহা স্বপ্ন ঘোরে।
গুনগুনিয়ে গেয়ে শুনাও-ভালবাসার গান যে
সুর শুনতে উতলা আমার-অবুঝ পাগল প্রাণ যে।
তুমি আমি প্রেমের দুলনায় - যাবো দুদ্যোল দুলে
ভালবাসার উথাল হাওয়ায়-দু:খ বেভোল ভুলে।
কত সুখের প্রহর আহা-হাতটি রেখে হাতে
থেকো তুমি আজন্ম গো-শুধু আমার সাথে।
মিষ্টি হাওয়ায় ভেসে ভেসে-জীবন যাবে কেটে
পাড়ি দিবো পাহাড় পর্বত-নগ্ন পায়ে হেঁটে।
ভালবাসার শক্তি অদ্ভুত-জানো নাকি তুমি
প্রেম ছাড়া তো জীবন শুনো-ধুঁধুঁ মরুভূমি।
সুখের পাখি ডাকছে বৃক্ষে-কর্ণ পেতে শুনো
দুলে দুলে তোমার মনে-আমার স্বপ্ন বুনো।
এই শুনো না রাখো দেখি-তোমার হাতটি কাঁধে
তুমি হও না কৃষ্ণ আমার-আমি তোমার রাঁধে।
(নেট ছবি)
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮